শাফিক আফতাব----------- জেসিকা, তোমার জন্য কী এক দুঃসংবাদ অপেক্ষা করছে তুমি কি জানো ? জানবার কথা নয় কেনোনা পৃথিবীর কোনো সংবাদপত্রে সে খবর প্রকাশিত হয়নি হবেনা কোনোদিন সে খবর জানেনা কেউ গুপ্তচরবৃত্তি করেও তুখোর গোয়েন্দার পক্ষেও সে সংবাদ উদ্ধার করা সম্ভব নয় জেসিকা, তুমি কি জানো সে দুঃসংবাদ ? তোমার সর্বনাশের খবর ? জানোনা জেসিকা, সে খরব তুমি ? কেউ জানেনা তা, সেতো আমার মনের গহীনের খবর বাইরের পৃথিবীর আলোবাতাস যেখানে ঢুকেনা এতটুকু। জেসিকা, শোনো সে খবর, তোমাকে আমি মনের শুদ্ধতম সেই পবিত্রতম প্রেমের সৌন্দর্যের বেলাভূমি থেকে বিতাড়িত করতে চলেছি, ভুল করা জায়ার মতোন তোমাকে আমি ত্যাগ করতে চলেছি। জেসিকা, প্রেম বলে এতোদিন তুমি যে আমাকে ভালোবাসতে সেই ভালোবাসার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে তাড়িয়ে দিতে উদ্যত হয়েছি আগামী বসন্তের আগে ছাটাই শ্রমিকের মতোন তোমাকে আমি ছাটাই করবো তারপর জীবনের বাকী দিনগুলি বিপত্মীক বৃদ্ধের বিধ্বস্ত ভাবনার মতোন কেটে দিয়ে একদিন প্রস্থান করবো মেকি মিথ্যের পৃথিবীর মঞ্চ থেকে.......... ২৯.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।