আমাদের কথা খুঁজে নিন

   

একজীবনে আর কতবার হৃদয় দেবে, মিথ্যে প্রেমে আর কতবার নষ্ট হবে????

ভাঙ্গা গড়ার নিত্য খেলায়, জীবন নামের কোন নদীতে ভাঙ্গন ধরে, কোন নদীতে চর পড়ে খবর নিও। কোন পাখিটা নীড় ভেঙ্গে আজ,সুখ পেয়েছে। খুজে দেখো। কোন পাখিটা কোকিল বেশে, মন রাঙিয়ে যায় মিষ্টি শিসে, যাচাই করো। সুতো ছাড়া কোন ঘুড়িটা,যাচ্ছে চলে অসীম দূরে খুজেই দেখো।

আলো ছায়ার কোন মায়াটা, মরীচিকা হয়ে কাছে টানে। দূরে থেকো। বিবর্ণ এক সুখের টানে, হৃদয় ভাঙো আপন মনে। ভাঙ্গা গড়ার নষ্ট খেলায়, যাও হারিয়ে স্বপ্ন ভেলায়। কোন সুখে আজ বিভোর তুমি, ভেবেই দেখো।

একজীবনে আর কতবার হৃদয় দেবে, মিথ্যে প্রেমে আর কতবার নষ্ট হবে???? হেলাল হাফিজের একটা কবিতা পড়ে,লাইনগুলো মাথায় ঘুরাঘুরি করছিলো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।