আমাদের কথা খুঁজে নিন

   

রঙ্গভরা বঙ্গ !

লেখা দেখুন; লেখককে নয় । একদা এক মনীষী বলেছিলেন " রঙ্গভরা বঙ্গ "। আসলেই, সোনার বাংলায় এখন একের পর এক রঙ্গ চলে। পরশুদিন আদালত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে। উনার দোষ, উনি স্ট্যাটাস দিসেন --"হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি… পারবি না ।

...." বাংলাদেশ জননেত্রী পরিষদ নামে একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকীর মতে এখানে হায়েনা বলতে হাসিনা বোঝানো হয়েছে। যদিও হাসিনা = হায়েনা ক্যামনে প্রমাণিত হইলো, এইটা জাতির বিবেকের কাছে প্রশ্ন । যাই হোক, সিদ্দিকি সাহেবের কাছে মনে হইসীইতা হাসিনা (হায়েনা) , তাই সই (যদিও এই জন্য তার নামে মামলা হয় নাই)। এত গেলো এক রঙ্গ । পরশুদিনেরই আরেক রঙ্গ বিশিষ্ট সেলিব্রেটি মগাচিপ মহিউদ্দিনের মুক্তি ।

একটা জিনিস বুঝি না; যেখানে নামের উল্লেখ নাই, রুপক অর্থে দুর্নিতি/অনিয়ম বোঝাতে হায়েনা বলা হয়েছে সেখানে ৭ বছরের জেইল দেওয়া হয়েছে। আর যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর "স্বদেশ প্রত্যাবর্তন দিবস" কে ব্যঙ্গ করে কুরুচিপুর্ন লেখা ( প্রধানমন্ত্রীর প্রথম 'চুম.', প্রথম "পিরি.." এও ছুটি ঘোষণা করা হোক ) লেখার পরও তার জামিন হয় কীভাবে ? যত কিছুই হোক, তিনি দেশের প্রধানমন্ত্রী । তাকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এভাবে অসম্মান করে কথা বলা? কে জানে, উনি বড় "মুক্তমনা" ভাবসে ইউরোপের মত এদেশেও প্রধানমন্ত্রীকে হেয় করে কথা বলা যাবে; কেউ কিছু বলবে না। যাই হোক, ছাড়া পাইসে ভাল কথা; কিন্তু রানা স্যারকে ক্যান কারাদণ্ড দেওয়া হইলো ? উনার যদি ৭ বছর হয়, মগাচিপের তো ৭০ বছর জেল হওয়া উচিৎ । কোথায় বুয়েটের শিক্ষক ; আর কোথায় ধর্মীয় অনুভুতিকে পুঁজি করে, হিজাব ও অন্যান্য রীতিকে আক্রমন করে তথাকথিত আধুনিকতার পরিচয় দিয়ে, সস্তা জনপ্রিয়তা পাওয়া এক সাধারণ ইন্টারনেট সেলিব্রেটি ।

যে শিক্ষকের সামনে বাদশা আরঙ্গজেব নত হয়, সেই শিক্ষক আজ হেরে গেলেন। কত্ত রঙ্গ রে মামুর বেটা ! গতকালকের রঙ্গ রাঙ্গামাটির এক স্কুলের নাম " চুমাচুমি সরকারী প্রাথমিক বিদ্যালয় "। পেইজে পেইজে এই স্কুলের সাইনবোর্ডের ছবি। পরে moja loss এ দেখলাম চুমাচুমি মানে নাকি "জ্ঞানের সাগর" । আরেকখান রঙ্গ ।

এক ভাষার গালি, আরেক ভাষার বুলি! আজকের রঙ্গ মেহজাবিন আপামনি শহীদ আফ্রিদি ভাইজানের লগে "খে.." মানে ফটো তুলসে। এইটা নিয়া তুলকালাম । কি আর বুলবো , বুললেই তো বুলবেন "এত্তগুলা পচা তুমি "। অফ থাকাই নিরাপদ। আবার দৈনিক রঙ্গমঞ্চ "সংসদ " তো আছেই।

এত বিনোদন আমরা রাখি কই? যাক, সরকার একদিক দিয়া সফল। শেষ বছরে আইসা জনগণকে ব্যাপকহারে বিনোদিত কইরা যাইতেসে। আর আমরা mango people খালি সাকা সাহেবের মত চোদনা হয়ে ৫ বছরের ধারাবাহিকতায় দুই হায়েনার লীলাখেলা দেখি। মাননীয় স্পীকার , আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে উৎসর্গ করে একটা গান ঃ কত রঙ্গ দেখি দুনিয়ায়; ও ভাইরে ও ভাই কত রঙ্গ দেখি দুনিয়ায়! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।