আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিমাত্রিক

স্বপ্ন যখন তার স্পর্শের কাছাকাছি এসে চলে যায়.... তখন নিষ্ঠুর পৃথিবীর ভাবনাগুলোকে দেখে মনে হয় যেন ভান করে দাঁড়িয়ে আছে.... সঙ্কীর্ণ কোন এক জীবনের নিস্তব্ধতাকে সাথে নিয়ে... দ্বিমাত্রিক আভাগুলো যেন তখনও লাল রঙে রাঙানো দুরের পৃথিবী.. নীল চিত্তের অবলীলায় যেন আজ জোছনা নেমেছে.... চেতনাগুলো যেন সেখানে তোমার হয়ে এসেছে... নীলিমার ডানায় যেন তখন কল্পনার রং.... ভেতরের ক্ষণটুকু আজ শুধু তোমার জন্য লেখা.... তোমায় দেখে মনে হয় তুমি যেন তারই দ্বিমাত্রিক আলোক সভা। চাঁদের মাঝে যেন আঁকা তোমার সেই হাঁসিটা... নদীর জলের মাঝে আমি দেখি যেন আজ তারই ছায়া... কেন হৃদয়ের পাশে এসে দাঁড়িয়ে থাকো অভিমান হয়ে? তুমিতো আমার স্বপ্ন দিয়ে আঁকা কোন নীলছবি... তবে কেন দুচোখের আড়ালে দাঁড়িয়ে থাকো মায়া হয়ে? তুমি নও কোন ছবি নও কোন নদীর না বলা কথা... তুমি যেন শুধুই এ হৃদয়ের ঝর্ণাধারা......."স্বপ্ন" শেষ মুহূর্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।