আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বিজয়ে আমার হোমপেইজের নির্বাচিত স্ট্যাটাসসমগ্র, দুটো ছবি এবং সবশেষে একটি প্রশ্ন

জনৈক দ্রোহীর ব্লগ স্ট্যাটাসসমগ্র ১. আনন্দ পর্ব: ** আমরা সীমান্তে মারি না, মাঠে মারি! ** যেইসব "বাংলাদেশী" লোকজন বলে- "ভারতের সমালোচনা করার আগে নিজের চরকায় তেল দাও" তাদের চরকায় আজকে তেল ভইরা দিতে মন চাইতেছে!!! :-D ** চোক দে ইন্ডিয়া............. ** ছুড মরিচে ঝাল বেশী ** কইসিলাম.........আমি কইসিলাম ,......বাংলাদেশ জিতব ** কেউ যদি বলে শত সেঞ্চুরিয়ান শচীনকে নিবা না সাকিবকে নিবা, আমি সাকিবকে নিব। কেউ যদি বলে কোহলিকে নিবা না নাসিরকে নিবা, আমি নাসিরকে নিব। কেউ যদি বলে ধোনিকে নিবা না মুশফিককে নিবা, আমি মুশফিককে নিব। কারন এরা দলের জন্য খেলে, দলের জন্য লড়ে! সাব্বাস আমার বাংলাদেশ, সাব্বাস আমাদের সাকিব-নাসির-মুশফিক বাহিনী! আমরা ফাইনাল খেলব ২. শচীন পর্ব: ** "শচীন যেদিন সেঞ্চুরী করে, সেদিন ভারত হারবে"- কথাটির সত্যতা যেন খনার বচনকেও হার মানিয়ে দিল ** শচীন নাকি আজ সেঞ্চুরী করছে!হে হে হে!!হে হে হে!!!হে হে হে!!! ** বেচারা সাংবাদিকদের জন্য কষ্ট হচ্ছে...শচীন শততম সেঞ্চুরি করার পর তারা আগামীকাল পেপারের রিপোর্ট বোধহয় রেডি করেই ফেলেছিল...এখন ব্যাটাদের নতুন করে রিপোর্ট লিখতে হবে...আর ভারতের পত্রিকাগুলাতে শচীনের বন্দনা গেয়ে যেসব লেখা অলরেডি কালকের জন্য ফাইনাল করে রেখেছিল সেগুলা ফেলে দিয়ে এখন তার অসামান্য ধীরগতির স্বার্থপর ইনিংসের জন্য মুন্ডুপাত করে নতুন লেখা তৈরি করতে হবে!! :p ** গতকালকের status : লোক কথা মতে শচীন সেঞ্চুরী করলে দল হারে , আমি চাই শচীনের সেঞ্চুরী হোক এবং বাংলাদেশ জিতুক, তাহলে (শচীন সেঞ্চুরী করলে দল হারলে) শচীন সেঞ্চুরীটা বাংলাদেশের সাথে করুক........ . . আইজকা থাক আর কইলাম না।। ৩. আম্পায়ার পর্ব: ** একই সাথে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ১৪ জনের বিপক্ষে জিতার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন........... ** চৌধুরী সাহেব!!!!!!!! ঊল্টাপাল্টা আউট দিয়া ম্যাচ জিতা যায় না!!!!! এবার দুটো ছবি সবশেষে একটা প্রশ্ন: পুরস্কার বিতরনীর শেষে শচীনকে লোটাস কামাল বিশেষ সম্মাননা স্মারক প্রদান করলেন। কিন্তু সেটা দিতে দিতে (এবং সেটা দেখিয়ে দেখিয়ে) কামাল শচীনকে কী বলছিলেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.