আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে চলছে ফটোগ্রাফি কন্টেস্ট - জলদি করুন নয়ত অন্যদের থেকে লাইক কমে যাবে

পরে লিখবো মহান ২৬শে মার্চ উপলক্ষে টিউনারপেজ-এ শুরু হলো বিশেষ আয়োজন “স্বপনের ফ্রেমে বাংলাদেশ – ফেসবুকে ফটোগ্রাফি কন্টেস্ট” এবার আমরা একটু অন্যরকম আয়োজন করতে যাচ্ছি। বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের মানুষ, দেশের প্রকৃতি , আমার দেশের গর্ব নিয়ে তোমার নিজের তোলা ছবি আমাদেরকে জমা দাও। যে কেউ এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। এই মুহূর্ত (১৪ – ০৩ – ২০১২) থেকে এই আয়োজন শুরু হয়ে গেছে। অংশগ্রহণের নিয়মাবলী : ১. এখানে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যানপেজে LIKE করো।

২. তোমার নিজের তোলা শুধুমাত্র ১টি ছবি এই পেজে পোস্ট করো। ৩. ছবির সাথে অবশ্যই বাংলাদেশ-এর IT ভবিষ্যৎ নিয়ে তোমার কিছু কথা শেয়ার করো। ৪. বন্ধুদের সাথে ছবিটি শেয়ার করো। ৫. ছবি আপলোডের শেষ সময় ৩১শে মার্চ। ৬. আপনার প্রিয় ছবিটি লাইক ও সবগুলো ছবি দেখতে পারবেন এখান।

বিজয়ী নির্বাচন : ১. যার ছবিতে সর্বোচ্চ Like আসবে তার ছবিটি বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। ২. একি নিয়মে এই আয়োজনে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। ১০ জন বিজয়ীদের পুরষ্কার : প্রথম পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ১টি Domain (১ বছরের জন্য) + ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + টিউনারপেজ স্পেশাল কলম + ছবিসহ মগ। দ্বিতীয় পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ফ্রী Domain দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ + ফ্লেক্সিলোড। তৃতীয় পুরষ্কার : ১টি Host (১ বছরের জন্য) + ফ্রী Domain দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ।

চতুর্থ পুরষ্কার : ফ্রী Domain ও Hosting দিয়ে ছবি নিয়ে তৈরি একটা ব্লগ বানিয়ে দেয়া হবে + তোমার ছবিসহ একটি টি-শার্ট + স্পেশাল কলম + ছবিসহ মগ। পঞ্চম থেকে দশম পুরষ্কার (প্রত্যেকে) : তোমার ছবিসহ একটি টি-শার্ট + টিউনারপেজ স্পেশাল কলম + ছবিসহ মগ + ফ্লেক্সিলোড। যেসব কারণে ছবি বাতিল হতে পারে : ১. যে কোন ধরণের অপ্রীতিকর ছবি। ২. ছবিতে কোন প্রকার বাজে মন্তব্য করলে। ৩. অন্যের তোলা ছবি নিজের নামে চালিয়ে দেয়া।

৪. Fake ID ব্যবহার করলে. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.