আমাদের কথা খুঁজে নিন

   

বেহেস্তের টিকেট পাওয়া যাচ্ছে, যত দেরি করবেন হুরের সংখ্যা তত কমবে তাই তাড়াতাড়ি আসেন।

যাইহোক বেহেস্তে যাবার সুবর্ণ সুযোগ এখন বাঙ্গালির সামনে উপনীত হয়েছে। বিশেষ করে যারা এর আগে শাহবাগে যেয়ে নাস্তিকতার সার্টিফিকেট নিয়েছেন এবং নিজের জন্য আখিরাতে জাহান্নাম ফরমাইছেন তাদের জন্য কিন্তু আজ লাইফ টাইম অপরচুনিটি হয়ে এসেছে ইসলামের রক্ষক মুসলিম সমাজের ত্রান কর্তা হেফাজতে ইসলামী। তারা যেমন আগে বলেছেন শাহবাগে যারা যায় আর যারা গেছে সবাই নাস্তিক হয়ে গেছে( মসজিদের ইমাম এমনকি প্রতিদিন যিনি পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেছেন তিনি সহ) সেই সুত্র মতে আজ নাস্তিক ইহুদি মুরতাদ সহ যাদের যাদের ইমান একটু দুর্বল তারা যদি শাপলা চত্তরে যান তাহলে তো তারা আস্তিক হয়ে যাবেন এবং একই সাথে ইসলাম রক্ষার এই আন্দোলনে অংশ নেবার অবশই আখিরাতে আপনি পুরস্কিত হবেন। গত বিশ্ব ইজতেমার বয়ানে শুনছিলাম পাকি এক মুরুব্বী বলছেন, হুরের সংখ্যা পৃথিবীতে নেক কাজের উপর ভিত্তি করে ২৫ লক্ষ হতে পারে। বুঝতেই পারছেন এই আন্দলনের সাথে যত বেশি সম্পৃক্ত হবেন তত বেশী হুর আর যত দেরি করবেন তত হুর কমবে। পুনশ্চঃ টিভিতে দেখলাম হাফাজতের নেতারা অসুরিক শক্তির সাথে গলা ফাটিয়ে বলছে দরকার হলে দেশ অচল করে দেওয়া হবে আর এর জবাবে সামনে উপস্থিত সাগরেদরা যেভাবে দাত মুখ খিঁচিয়ে 'আল্লাহুয়াকবার' উচ্চারণ করছে তা অন্তত আমার ধর্মআনুভুতিতে আঘাত হেনেছে। যেকোনো প্রয়জনে শেষ সম্বল হিসেবে আমি আল্লাহকে স্মরণ করি তাঁকে ডাকি শুধু আমি না আপনি ও হয়ত করেন আসলে বেশিরভাগ মুসলমানই আল্লাহকে অনেক স্রদ্ধা আর ভালোবেসে স্মরণ করেন দরকার বা অদরকারে। যে শব্দটি শুনলে, বললে মনে শান্তির বাতাস বয়ে যায় প্রশান্তি লাগে সেই শব্দটি এতো বিদ্বেষের সাথে হিংস্রতা প্রকাশের জন্য এই ভাবে উচ্চারণের মানেটা কি? নবী( সাঃ) এর ইসলাম আর তালেবানি ইসলামের মধ্যে পার্থক্য আশা করি জানেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।