আমাদের কথা খুঁজে নিন

   

যেজন তাঁহার অবদান মানিতে নাহি চাহে,সেজন যেন বাংলাদেশী নয় কি তার পরিচয়?

এডিটেড আমার আদর্শ আমার প্রিয় নেতা তরুণ বয়সে। যে বয়সে আমরা তারুণ্যের উচ্ছ্বাসে মাতি সে বয়সে তিনি একটি নৃশংস সেনাবাহিনীর হাত থেকে উদ্ধার হতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশপ্রেমের লেভেল ঠিক কতটুকু উঁচুমানের হলে এমনটা করা যায় স্বাধীন বাংলাদেশের স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক রাষ্ট্র গড়ার অন্যান্য মহানায়কের সাথে। আমার প্রিয় নেতা সমগ্র বাঙ্গালী জাতির সাথে। যে জাতিকে তিনি ভালোবেসেছিলেন প্রাণের চেয়েও বেশী।

যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে তোমার নাম শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে কোটি তরুণের অনুপ্রেরণা পল্লীকবির সাথে শিল্পীর তুলিতে সেই জ্বালাময়ী ভাষণের কিছু মুহূর্ত যে ভাষনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি: মুজিবর আছে বাংলার ঘরে ঘরে বাঙ্গালীর অন্তরে ঘাতকের বুলেট যখন কেড়ে নিল প্রাণ: ঘাতকচক্র: কিছু ঘাতকের কৃতকর্মের সাজা হচ্ছে কেন্দ্রীয় কারাগারের ভেতর: বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধী,বাঙ্গালীর স্বাধীনতার পথের বাধা কিছু বিশ্বাসঘাতক যাদের শাস্তি হওয়া উচিৎ শীঘ্রই। যারা আজও আন্তর্জাতিক সমুদ্রসীমার রায় বাংলাদেশের পক্ষে যাওয়ায় মেনে নিতে পারেনি কারণ এতে মুজিবীয় আদর্শে উজ্জীবিত বাঙ্গালী জাতির জয় হয়েছে। এসব রাজাকারদের দমন করার এখনই সময়। নাহলে একদিন এরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত করবে এবং গোলাম আযমকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে প্রতিষ্ঠা করার জন্য উঠেপরে লাগবে যার ফলে বাংলাদেশ নামক রাষ্ট্রে তাদের থাকার পক্ষে যুক্তিসংগত কারণ দাঁড়া করানো যায়। যা আমরা কখনই হতে দেবনা।

বাঙ্গালীর শ্রদ্ধাঞ্জলী: এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভূলবোনা। হে মুজিব,আমরা তোমার স্বপ্নের সোনার বাংলা গড়বই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।