আমাদের কথা খুঁজে নিন

   

নটি মাইকেল কি?

আপনজন আজ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জটলা দেখে কাছে গেলাম। কাজে গিয়েই বুঝতে পারলাম বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ হচ্ছে। বাংলাদেশ সমুদ্রসীমা বিরোধ নিরসন করায় এবং আন্তর্জাতিক আদালতে মায়ানমারের সাথে বিরোধ নিস্পন্ন হয়েছে। এই সরকারের সময়ে এই বিরোধ নিরসন ও সমুদ্রসীমায় বাংলাদেশের নায্য অধিকার প্রতিষ্ঠা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশের বিষয়টি জানার পর সমাবেশের পাশে দাড়ালাম।

ইচ্ছা হলো ছাত্রলীগ নেতারা কি বলে। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ পরিচালনা করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নাম ঘোষণা করে। যথারীতি হল থেকে জোর করে ধরে নিয়ে আসা সাধারণ ছা্ত্ররা হাততালি দেওয়া শুরু করে। বক্তব্য শুরু করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক তিনি প্রথমে সমুদ্র সীমায় বাংলাদেশের জয় হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যে অর্জণ তার প্রথম দিকে হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে।

পরবর্তীতে আর একজনের হাত ধরে তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনে বলেন, এই সরকারের সময়ে বাংলাদেশ সমুদ্রসীমায় অধিকার জয় হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সমুদ্রে ২০০ নটি মাইকেল সীমানা পেয়েছে। পরের বার আবারও বক্তব্যে তিনি বলেন, ২০০ নটি মাইল। তার এই বক্তব্য শুনে সমাবেশের সামনে উপস্থিত ছাত্ররা ও ছাত্রলীগ নেতাকর্মীরা হাসতে শুরু করেন।

তবে উচ্চ স্বরে হাসা কিংবা হাসি যদি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের চোখে পড়ে তাহলে তো আর পদ থাকবে না। তাই মুখ ঘুরিয়ে নিয়ে অনেকেই হাসতে শুরু করেন। কেউ বা আবার হাসি থামাতে না পেরে সমাবেশ থেকে উঠে চলে আসেন। তখন একে অন্যকে কৌতুক করে বলা শুরু করেন নটি মাইকেল আবার কি? তাই আমারো এখন জানার প্রশ্ন জাগছে নটি মাইকেল আবার কি? আপনারা কি কেউ জানেন নটি মাইকেল কি? কারও জানা থাকলে প্লিজ জানাবেন। ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলে কথা।

তিনি একটা কথা বলেছেন তা কি আর ভুল হতে পারে। কারণ সমাবেশে বক্তব্য শুরুর আগে তো সমাবেশের পরিচালক বলে থাকেন এবার বক্তব্য দিবেন মেধাবী ছাত্র। তাই একজন মেধাবী ছাত্র যেহেতু বলেছেন নটি মাইকেল তাতো হতেই পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।