আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুইল্ল্যার উল্টাপাল্টা কথা কবে শেষ হবে ??????

গতকাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আই এস আই থেকে টাকা নেওয়ার ব্যপারে ফখরুল বলেছেন, ‘প্রমাণ থাকলে উপস্থাপন করুন। ’ কালকের জনসভায় তো প্রধানমন্ত্রী প্রমানসহ দিয়ে দিয়েছেন। আর কি প্রমান চান। প্রধানমন্ত্রী তো বলেছেনই যে পাকিস্থানের আদালতে সাবেক আইএসআই প্রধান হলফনামায় তা উপস্থাপন করেছেন। ‘প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্ঠাচার বহির্ভূত’ মন্তব্য করে ফখরুল বলেন, ‘তার কথা মিথ্যা, বানোয়াট, কুরুচিকর।

এর জবাব আমরা দিতে চাই না। ’ জবাব দেবার তো মুখ থাকতে হবে। কিভাবে জবাব দেবে। তারেক জিয়া দূর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছেন এটা দেশবাসীর সবাই জানে এটার কি উত্তর দেবে ফখরুল সাহেব। খালেদা কালো টাকা সাদা করেছেন এটাও সর্বজন সীকৃত।

এটারও কোন উত্তর নাই। কোকো সাহেবের কথা নাই বল্লাম, কারণ সে তো প্রতিবন্ধীর মত। ফখরুল বলেন, ‘আমরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনবার ক্ষমতায় এসেছি। আমার জানামতে তো বিএনপি চারবার ক্ষমতায় ছিল।

এখন ফখরুল ৩ বার বলে কেন? তারা কি জিয়ার শাসনামল বিএনপির শাসনামল হিসেবে মানে না? নাকি ৯৬তে একতরফা নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন সেটা ভুলে যেতে চান। জিয়া তো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে সেটা সবাই জানে কারণ সে তো ছিল সামরিক শাসক। আর আদালত তো সামরিক শাসন অবৈধ ঘোষণা করেছে। মানে জিয়া অবৈধভাবে ক্ষমতায় এসেছে সেটা মহামান্য আদালত স্বীকৃত। তিনি আর্ও বলেছেন ফখরুদ্দীন-মইনুদ্দিনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে প্রমাণ করেছে ওয়ান-ইলেভেন তাদের সৃষ্টি এবং তাদের সঙ্গে ষড়যন্ত্র করেই তিনি ক্ষমতায় এসেছেন।

’ শুধু ফখরুদ্দিন মইনুদ্দিন এর কথা বলেন ইয়াজউদ্দিন সাহেবের কথা বলেন না কেন??? তার মত অযোগ্য রাষ্ট্রপতির কারণেই তো দেশের ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল। আর মঈনের কথা বলেন তাকে নিয়োগ কে দিয়েছিল????? ১০ জন আর্মি অফিসারকে ডিঙ্গাইয়া মঈনকে বিএনপি সেনাপ্রধান বানাইছিলো। এখন দোষ আওয়ামীলীগ এর। ফখরুদ্দিন এর কথা কি বলবো সে তো বিএনপির আমলে বিএনপির গভর্ণর ছিল। থাক এসব কথা বলে ফখরুল সাহেবকে আর লজ্জা দিতে চাইনা।

এবার আসি লগি বৈঠার মারামারি নিয়ে। জামাত আর আওয়ামীলীগ এর মাঝেই তো মারামারিটা হয়েছিল তাইনা। আর সে সময় সরকার ছিল তো আমার জানামতে বিএনপি জামাত। পল্টন এর মত জায়গায় এত বড় হামলা হল তার দায় তো সরকার এড়াতে পারেনা। ৭ জনের মত লোক মারা গিয়েছিলো, আর তাতেই কি সরকার পতন হয়েছিল???? এর আগে ৬৪ জেলায় বোমা হামলা হল তার জন্য সরকার পতন হলো না কেন??? ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় ২৩ জন লোক প্রাণ হারালো তার জন্য বিএনপি সরকার পদত্যাগ করলো না কেন?? আর কিছু বলতে চাইনা।

ফখরুল সাহেব মিথ্যা একটু কম বলেন। হায়াত তো বেশীদিন আর নাই। একদিন মরতে হবে এবং আল্লাহের কাছে এই মিথ্যার জবাব দিতে হবে। আর আপনি ভাল করেই জানেন যে, আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।