আমাদের কথা খুঁজে নিন

   

বাইকের জগতে ওয়াল্টন মোটরসাইকেল

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই দেশীয় পন্যের দাবীদার আরবি গ্রুপের ওয়াল্টন ব্রান্ডের পন্যগুলোর মধ্যে মোটরসাইকেল অন্যতম। ওয়াল্টন বাইক গুলো ৮০ সিসি থেকে শুরু করে এখন পর্যন্ত ১৪০সিসি পর্যন্ত দেখা যায়। আমার দেখায় ফিউশন আর ক্রুজ এই দুটি মডেলের ডিজাইন তুলনামুলকভাবে কম ভালো লেগেছে, বাকি গুলো বিশেষকরে নতুন নতুন আশা মডেলগুলোর ডিজাইন বেশ সুন্দর। বাইকগুলোতে আধুনিক প্রায় সব সুবিধাই দেয়া থাকে, যেমন সেল্ফ স্টার্ট, ডিস্ক ব্রেক, রিমোট কন্ট্রোল ইত্যাদি। যতটুকু জানা যায় ইন্জিন আর ২/১ পার্টস বাদে বাকি সবকিছু দেশেই তৈরী হয়।

যে কোনো শো রুম থেকে সহজ কিস্তিতেই গাড়ীগুলো পাওয়া যায়। দামের দিক দিয়ে চায়না গাড়ীর সমান। দেশীয় পন্য হিসেবে আরেকটু কম হলে ভালো হতো। এদের সব গাড়ীই তেল বেশি খায়, রং নষ্ট হয় একটু তাড়াতাড়ি। অনেকেই বলে গাড়ী অল্প সময়ে ঝনঝনে হয়ে যায়।

দেশীয় পন্যের প্রসারে বাইক কেনায় আগ্রহীরা ওয়াল্টনের কথা ভাবতে পারেন। http://www.motorcyclevalley.com/?s=3&brand=13  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।