আমাদের কথা খুঁজে নিন

   

লালমাটিয়া নামকরণ এক জ্বিনের কারণে !

facebook.com/almamun.sohag ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকাটা কারো অচেনা নয়। লালমাটিয়া অনেক কারণেই বেশ খ্যাত। যার মধ্যে অন্যতম লালমাটিয়া মহিলা কলেজ। কলেজটি থাকার কারণে সারাদিনই লালমাটিয়ার রাস্তাগুলিতে পরীদের চলাফেরা থাকে। আর পরীদের ডানার বাতাস লাগানোর জন্য আমাদের মতো অধমদেরও আনাগোনা থাকে।

পরীদের কারণে ঘুরি বলে আমরা কিন্তু আবার জ্বিন নই। তবে লালমাটিয়া এলাকাটির নামকরণই যে এক জ্বিনের কারণে তা হয়তো অনেকেরই অজানা। এখনো লালমাটিয়া কলেজে জ্বিন-পরীদের আনাগোনা কলেজ হোস্টেলের অনেক ছাত্রীরই জানা। তবে ইতিহাসটা জানা নাও থাকতে পারে। লালমাটিয়া মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।

কলেজ হবার আগে এলাকাটি বেশ জঙ্গলে ভরা ছিল। আর যেখানেই জঙ্গল সেখানেই জ্বিন-ভূতের জন্য মঙ্গল। ঐ এলাকাটিতেও একদল দুষ্টু জ্বিন বসত করতো। জ্বিনগুলোর নেতার নাম ছিল লাল। প্রসঙ্গক্রমে একটা কথা বলে নেয়া দরকার, জ্বিনদের মধ্যে ভাল ও মন্দ দুই প্রকারই আছে।

যশোর-নড়াইল এলাকায় যাদের বাড়ি তারা হয়তো জানবেন দুষ্টু জ্বিনদের যশোরের ভাষায় ‌মাইটে জ্বেন বলা হয়, ঢাকাইয়া ভাষায় যার নাম মাটিয়া জ্বিন। দুষ্টু জ্বিনদের এই নামকরণ সমন্ধে জ্বিন জাতিও অবগত এবং তারা সেটা বেশ সানন্দেই গ্রহণ করেছে। কলেজের নির্মান কাজ করার জন্য যখন জ্বিনদের বিচরণভূমি সাফ হতে লাগলো তখন জ্বিনেরা প্রতিবাদ জানায়। কলেজ তৈরির প্রধান প্রকৌশলিকে লাল নামক মাটিয়া জ্বিন স্বপ্নে হুঁশিয়ার করে দেয়। তারপরও যখন কাজ থেমে থাকলো না, তখন তখন জ্বিনেরা বেশ বেপরোয়া হয়ে ওঠে।

অজ্ঞাত ঘাতকের আক্রমনে নির্মাণ শ্রমিকদের অনেকের মৃত্যুর ইতিহাস লালমাটিয়া এলাকার প্রবীণদের অনেকেরই জানা। অবশেষে কলেজ কর্তৃপক্ষ ও জ্বিনদের মধ্যে এক ওঝার মাধ্যমে একটি চুক্তি হয় এই মর্মে যে জ্বিনেরা তাদের আবাসস্থল ছেড়ে অন্যত্র আস্তানা তৈরি করবে। বিনিময়ে কলেজের নামকরণ করতে হবে জ্বিনদের দলনেতার নামে। জ্বিনদের দলনেতা মাটিয়া জ্বিন লালের নামে তখন কলেজের নামকরণ করা হয় লালমাটিয়া মহিলা কলেজ। পরবর্তীতে কলেজের নামেই পুরো এলাকাটি লালমাটিয়া নামে পরিচিতি পায়।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.