আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকবিহীন এশিয়া কাপ

ই-রিপোর্টার। ঢাকা, ১৪ মার্চ ক্রিকেট পাগল জাতি হিসেবে ভারতের পরেই এখন বাংলাদেশের মানুষের অবস্থান। অথচ ঘরের মাঠে এশিয়া কাপের মতো এতো বড় একটা ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন চললেও গ্যালারিতে নেই পর্যাপ্ত দর্শক। এশিয়া কাপের উদ্ধোধনী ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয় ১২ মার্চ। বিসিবি কর্তাব্যক্তিদের অনেক আশা ছিল সে ম্যাচকে ঘিরে।

তাদের ধারণা ছিল হয়তোবা উদ্ধোধনী ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকের দেখা মিলবে। কিন্তু সে ম্যাচে মেলেনি পর্যাপ্ত দর্শকের দেখা। কারণ হিসেবে বিসিবির কর্তাব্যক্তিরা বলছেন, দর্শক আসবে কিভাবে? সেদিন তো রাজধানী ঢাকা ছিল সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। এছাড়া ঢাকাতে গণ-পরিবহন চলাচল না করায় অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও উদ্ধোধনী ম্যাচে হাজির হতে পারেনি। এদিকে এশিয়া কাপের দ্বিতীয় আসরে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।

১৩ই মার্চের সে ম্যাচকে ঘিরেও বরাবরের মতো যথেষ্ঠ আশাবাদি ছিল বিসিবির কর্তাব্যক্তিরা। অথচ সে ম্যাচেও দেখা মেলেনি দর্শকদের। দর্শকবিহীন শূন্য গ্যালারিতে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। এশিয়া কাপের শুরু থেকেই নানা বিতর্ক দেখা দিলেও বিসিবি কর্তাব্যক্তিদের ধারণা ছিল অন্তত বিপিএল’র মতো দর্শকবিহীন ফাঁকা গ্যালারি থাকবে না এশিয়া কাপে। কারণ বিপিএল ছিল ঘরের খেলা আর এশিয়া কাপ হলো এশিয়ার চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের খেলা।

এশিয়া কাপে তারকা খেলোয়াড়দের দেখতে মাঠে আসবে দর্শকরা বিসিবির এমন ধারনাও ভুল প্রমানিত করলো দর্শকরা। এশিয়া কাপে গ্যালারিতে দর্শক না থাকার কারণ হিসেবে অনেকই বলছেন, ব্যাংকে গিয়ে টিকিট কাঁটার ঝামেলা সেই সাথে মাঠে ঢুঁকতে দীর্ঘ বিড়ম্বনার কারণেই অনেক ক্রিকেট প্রেমীরা এখন মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলেছে। এছাড়া টিকিটের দাম আরেকটু কম হলেও ভালো হতো বলে মনে করছেন অনেকেই। তবে সব বাঁধা পেরিয়ে আবারো মাঠে বসে খেলা দেখবে দর্শকরা এমটাই আশা করছেন ক্রিকেট বোদ্ধারা। ইনিউজ/এসইউ/১২.৪০ঘ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।