আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন ছাড়া সামহেয়ারইন দেখুন। কি চমৎকার, সব ফকফকা! যেন বাসর রাত!

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com (সামুতে যারা উপরে নিচে বিজ্ঞাপন দেখে কষ্ট পাচ্ছেন, তাদের জন্য। ) ফেইসবুক সহ নানা সাইটে গেলেই আমরা মনিটরে নানান বিজ্ঞাপন দেখে থাকি। এই বিজ্ঞাপন গুলো আমাদের মোটেই কাজে লাগে না এমন কি আমাদের টাকায় কেনা বাইট গুলো নষ্ট করে। মনিটরের অনেক জায়গা জুড়ে দখল করা এই বিজ্ঞাপন গুলো বার বার দেখে বিরক্ত হয়ে যাই, মেশিন স্লো, নেট লাইন স্লো হয়ে যায়। এই বিজ্ঞাপন গুলো না দেখতে চাইলে আপনি খুব সহজে একটা এডঅন ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন।

"https://addons.mozilla.org/en-us/firefox/addon/adblock-plus/" উপরের লিঙ্কটা কপি (কোটেশন কমা বাদে) করে আপনার ফায়ারফক্স ব্রাউজারের পেষ্ট করুন কিংবা এখানে ক্লিক করুন এবং উক্ত এড ব্লকারটি ইন্সটল করে নিন। বিজ্ঞাপন ছাড়া সব কিছু দেখার মজা লুটে নিন। বলে রাখি, বাংলার জন্য আমি এ যাবত যত ব্রাউজার দেখেছি, আমার কাছে ফায়ারফক্স ব্রাউজার বেষ্ট মনে হয়েছে। আর এই এডঅনটা ফায়ারফক্স ব্রাউজারের জন্য। এডঅনটি ইন্সটল করে নিলে মনিটরের নীচে আর একটা বার দেখাবে।

ইচ্ছা হলে আপনি এখান থেকে এড এনাবল/ডিজাবেল করে দিতে পারবেন এবং কিছু ইনফো দেখাবে। খুব সহজ এবং সাধারন। বলে রাখা ভাল, এই এডঅনটার খোঁজ দিয়েছেন আমাদের বোন সুলতানা সাম্মী। তার কাছে আমি কৃতজ্ঞ, দারুন উপকার হল। আপনিও বিজ্ঞাপন ছাড়া নানান ব্লগ বা পোষ্ট দেখুন, ভাল লাগবে।

(বিজ্ঞাপন ছাড়া সামু দেখতে একদম বাসর রাতের মত!) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.