আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন বিরতি : আজকের বিজ্ঞাপন পাকিজা প্রিন্ট শাড়ি

মন বসে না পড়ার টেবিলে শুরুতেই একটু স্মৃতিশক্তির একটা পরীক্ষা হয়ে যাক । জিঙ্গেলটা কার কার মনে আছে? পুরোটা মনে না থাকলে একটু একটু করে মিলিয়ে দেখে নিন কতটুকু মনে আছে । পড়েছি কপালে টিপ চোখে কাজল । যাহ(ব্যাকগ্রাউন্ডে) আংটি অনামিকায় কাঁচের নাকফুল । রেশমি চুড়ি,বেলোয়ারি পড়েছি কোন শাড়ি বলনা পাকিজা পাকিজা পাকিজা গার্ডেন প্রিন্ট শাড়ি ।

পাকিজা !!! দিতির করা পাকিজা প্রিন্ট শাড়িট অ্যাডগুলো বেশ পুরনো । ৯০ এর একদম শুরুর দিকের হয়তো । আমার নিজেরই মেমরী সেলগুলো তখন তখন নবজাতক তাই সবটুকু ধারণ করতে পারে নাই । পাকিজা শাড়ির কথা কেউ বললে ভেসে উঠত কোন এক মহিলার অস্পষ্ট আবছায়া মূর্তি শাড়ি পড়ে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছে । এমনকি জিঙ্গেলটাও মনে ছিল না ।

কয়দিন আগে হঠাৎ বাকের ভাইয়ের সেই বিখ্যাত কোথাও কেউ নেই নাটককার ফাঁকে এক মিনিটের পাকিজার অ্যাড পেয়ে গেলাম । ব্যস !! আর কি চাই । ভিডিও কাটার দিয়ে অংশটুকু কেটে নগদে ইউটিউবে আপলোড এবং ভাবলাম ব্লগেও দিয়ে যাই । এসব জিনিসের কদর করার লোকের অভাব নাই এখানে । অন্তত ব্লগবিষয়ক পুরনো স্মৃতিগুলো তাই বলে ।

অনেকদিন লিখি না। অবশ্য আগেও খুব একটা লিখতাম মনে পরে না । ব্লগে আজাইরা আড্ডাবাজিই তো করতাম । যাইহোক । এতদিন পর আসছি তাই পাকিজা প্রিন্ট শাড়ির সাথে বিজরী বরকতউল্লাহর নন্দিনী প্রিন্ট শাড়ির অ্যাডটা বোনাস ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.