আমাদের কথা খুঁজে নিন

   

মহাসমাবেশ নিয়ে মহাচিন্তা এবং মহাগ্যাঁড়াকল

অকর্মা, ভীতু, কাপুরুষ মহান জন্তুর আগমনঃ- এক গ্রামে একবার একটা হাতি আসল, সেই গ্রামের মানুষ এর আগে কখনো হাতি দেখেনি। স্বাভাবিক হাজারো মানুষ হাতিকে ঘিরে দাড়ালো হঠাৎ হাতির মাহুত চিৎকার করে উঠল, এই হট যাও সব হট যাও সব, হাতি পাদেগা। মূহুর্তে জনমনে আতংক সৃষ্টি হল, না জানি এত বড় মহাজন্তু এই কাজ করলে আরেকটি হিরোশিমা- নাগাসাকির জন্ম নিবে, ভয়ে জনতা দুই কিলোমিটার দুরে ছুটে গেল, এক সাহসী বালক কেবল ঠাঁই দাড়িয়ে থাকল, যা থাকে কপালে হাতির এই শব্দ শুনবই ! অবশেষে হাতি পাদলো....ফুসসস....!!! সমাবেশ বনাম মহাসমাবেসঃ- ছোটতে পড়েছি, মহারাজা- মহান যে রাজা, মহারানী- মহান যে রানী, সেই সূত্রে, মহাসমাবেশ- মহান যে সমাবেশ। সমাবেশ শুধুই সমাবেশ নাকি মহাসমাবেশ এটার সাক্ষি দেবে ভবিষ্যত, ২০/৩০ বছর পর যদি কখনো ইতিহাসের পাতায় এই সমাবেশ স্থান করে নিতে পারে তবেই তা মহাসমাবেশ হিসেবে স্বীকৃতি পাবে তবে আমার ধারনা বাংলাদেশের ইতিহাসে মহান সমাবেশ একটাই হয়েছিল আর সেটা ৭ মার্চ । javascript:void(1); মহান জনভোগান্তিঃ- সমাবেশ নাকি মহা সমাবেশ এটা নিয়ে সন্দেহ আর ইতিহাসের দিকে তাকিয়ে থাকলেও মানুষের ভোগান্তিযে মহান ছিল এটা নিয়ে কোন সন্দেহর অবকাশ নেয় ! বিরোধী দলের হরতাল হলেও মানুষ টাউন সার্ভিসেই অফিসে যায় কিন্তু তথাকথিত সরকারী এই হরতালে মানুষ হেটে, রিক্সা বা ভানে অফিস করেছেন এছাড়া এই ব্যাপারটি নিয়ে পেপার বা টিভি খবরে এত আলোচনা সমালোচনা হয়েছে যে আর পানি ঘোলা করতে ইচ্ছা হচ্ছে না javascript:void(1); মহান বার্তাঃ- আমাদের দেশের নেতা নেত্রিদের প্রধান সমস্যা হল, ইনারা কেবল তাদের দলীও মানুষদের সামনে পেলেই মনে করে দেশের সব জনতা তাদের সামনে ! কিন্তু তারা এটা বোঝেনা সাধারন জনগন কখনো ঐ পথ মাড়াতে যাবেনা আর যারা যাবার তাদের গাড়ি ঘোড়া বন্ধ বা হাজারটা পুলিশ, র‌্যাব, আর্মি চেক পোষ্ট বসিয়েতো দুর গোটা ঢাকাকে ৫০ ফিট উঁচু দেয়াল দিয়ে ঘিরে দিলেও তারা যাবেই । কোটি কোটি টাকা খরচ করে কোটি মানুষকে কষ্ট দিয়ে বেগম জিয়া লাখো মানুষের সামনে ২টা কাজ করলেন ১/ হরতাল ২/ সরকারকে ৩ মাসের আল্টিমেটাম। এই দুইটা কাজের জন্য ১২ তারিকের আয়োজনটা একটু বিলাশী হয়ে গেল না ? হরতাল দেবার জন্য একটা সাংবাদিক সম্মেলনই দরকার ছির আর বেতন ভাতা তুলতে কয় দিনের মধ্যেইতো সংসদে যাবেনই তখন না হয় সরকারকে আল্টিমেটামটা দিতেন ! হিট অব মহাসমাবেশঃ- সফিউল আলম প্রধান ফ্রুটিকা খেয়ে বক্তৃতা দিতে উঠে যে খেল দেখালেন তাতে অবশ্যয় তিনি ম্যান অব দি মহাসমাবেস মহান ইব্রাহিমঃ-খালেদা সরকারের একদম শেষ দিকে যখন সিইসি আজিজকে নিয়ে প্রচন্ড গন্ডগোল সেই সময় তৃতীয়মাত্রায় ইব্রাহিম খুব আসতেন, সেই সময় তার জ্বালাময়ী বক্তব্য শুনে শিহরিত হতাম ! খালেদা হাসিনাকে তুলোধুনো করে একেবারে বাতাশে উড়িয়ে দিতেন, বাংলাদেশে ৩য় শক্তির আর্বিভাব নিয়ে এই ইব্রাহিমকেই প্রথম বলতে শুনেছিলাম আর এই হারামী কি করল ? ধরে নিলাম হাসিনা খালেদা এদের কোন নীতিই নাই তবে এত নীতি নিয়ে শেষ পর্যন্ত শালাকে খালেদার সামনে হাটুপাড়া দিতে হল!!!! মহান সভার মোরালঃ- দ্যাখ গালি দিবিনা বলে দিচ্ছি, ......এর বাচ্চা গালি দিলি দিলি গায়ে হাত দিবিনা, নইলে দেখে নেব...... ঠাস..... আর একবার মারলে দেখে নেব কিন্তু বলে দিলাম.... ঠাস, ঠাস এবার কিন্তু আসলেই দেখে নেব.... ঠাস, ঠাস, ঠাস, আব্বার চিন্তা আমার পরামর্শঃ- ১২ তারিখ খবর দেখছি বাপ বেটা মিলে, মহাসমাবেশের ছবি দেখাচ্ছে, আব্বা বললেন, লোকজন বাড়ি থেকে ৩ দিনের সমান চিড়া, মুড়ি, গুড় নিয়ে এসেছে বুঝলাম কিন্তু এত মানুষ শালারা ৩ দিন থেকে হাগা মুতা করছে কোথায় ? আমি উত্তর দিলাম, কিছু টাকা আর খাবারতো তাদের দেয়ই আমি লিখে দেব এর পর যেন এ সবের সাথে একটা করে ডাইপারও দেয়া হয় ।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.