আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যাটা কোথায়???

আমি প্রায়ই একটা কথা নিয়ে চিন্তায় পরে যাই যে আমাদের সমস্যাটা কোথায়? এই যেমন ধরুন কোনও রাস্তায় যদি রাস্তা পারাপারের সময় কোনও অ্যাকসিডেন্ট হয় এবং ঐ রাস্তায় যদি ফুট ওভারব্রিজ না থাকে তখন রীতিমতো আন্দোলন শুরু হয় যে এই রাস্তায় ফুট ওভারব্রিজ না থাকার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। আবার যেসব রাস্তায় ফুট ওভারব্রিজ আছে তা আমারা শতকরা ৮০ ভাগ মানুষই হয়তো ব্যবহার করিনা। এরপরও কথা আছে, ফুট ওভারব্রিজ ব্যবহার না করার পেছনের কিছু কারণ দেখা যাক – -কিছু কিছু ছেলে/পুরুষ যাদের কোনও কাজ নেই তারা ঐ ফুট ওভারব্রিজ এর ওপর নিশ্চিন্তে দাড়িয়ে থাকে এবং আসা যাওয়ার পথে মেয়েদের কটূক্তি করে। -হকাররা ফুট ওভারব্রিজকে নিজের অফিস মনে করে তাদের মালামাল সাজিয়ে বসে। -যেসব ফুট ওভারব্রিজে রাতের বেলায় আলোর ব্যাবস্থা নেই সেগুলোতো হাইজ্যাকারদের আস্তানা।

-আবার কিছু কিছু ফুট ওভারব্রিজের শিরিতে অপেক্ষমাণ শিশুরা আমাদের পায়ে ধরে বসে সাহায্য চাইবে । -কিছু মানুষ হয়তো আবার ভাববে দেশে তৈরি ওভারব্রিজ যে কোন সময় ভেঙে নিচে পরতে পারে। -কিছু কিছু রোমিও-জুলিয়েট আবার ফুট ওভারব্রিজকে তাদের প্রাইভেট প্লেস মনে করেন। উপরের কারণগুলোর সাথে কয়জন একমত হবেন জানি না তবে এবার জানতে চাই যে আসলে সমস্যা কোথায়, আমাদের মধ্যে নাকি আমাদের সিস্টেমে? যেসব সমস্যার কথা বললাম তার সমাধান হয়তো ২ ভাবে হতে পারে – -আমাদের নিজেদের সচেতন হতে হবে -সরকারকে কোন পদক্ষেপ নিতে হবে এবং তা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে আমাদের সব রাজনৈতিক দলই কেন যেকোনো বিষয়ে এমন সব পদক্ষেপ গ্রহণ করেন যার বান্তবায়ন হবে কমপক্ষে ১০ বছর পরে। আরে অতো বছর পর কি দুনিয়া থাকবে কিনা তার কি কোন গ্যারান্টি আছে? কেন আপনারা বিগ বাজেটের সুদূর প্রসারি পদক্ষেপ না নিয়ে ছোট ছোট পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়নে সচেষ্ট হতে পারেননা? কোথায় আছে না “বিন্দু বিন্দু জল, গড়ে তুলে সিন্ধু অতুল...” হয়তো বেশি বললাম, হয়তো কিছু ভুল বললাম তবে এই কথাগুলো নিজেকেই বলি প্রতিনিয়ত কিন্তু কোন উত্তর পাইনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।