আমাদের কথা খুঁজে নিন

   

আমরা গরীবরো আপনাদরে ববিকেরে কাছ,েআপনাদরে চতেনার কাছে আরজি করছি রাজনতৈকি দলগুলরি গঠনতন্ত্রে র্অন্তভূক্ত করুন যারা রাজনীতকিে পশো হসিবেে নতিে চান তারা কউেই ৩০ লক্ষ টাকার বশেী মালকি হবনে না। যারা সংসদ নর্বিাচনে প্রাথী হবনে তারা ৩০ লক্ষ টাকার বশেী মালকি হবনে ন

নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রনে সকল সময় ব্যর্থতা ফলাফল খরচের প্রতিযোগীতা,যে প্রার্থী যত বেশী খরচ করবে সে প্রার্থী তত বেশী যোগ্য। যে দেশের বেশীরভাগ মানুষ গরীব সে দেশের বেশীরভাগ সাংসদ ধনী। দরিদ্র আর অতি দারিদ্রতার যে তথ্য আপনারা প্রকাশ করছেন আপনারা কারা,সকল ধন সম্পদ টাকা পয়সা সবইতো আপনাদের কাছে। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন সুইচ ব্যাংকে জমা করছেন। আপনারা যতদিন বেচে থাকছেন সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন করছেন মৃত্যুর আগ পর্যন্ত তারপর ঔরসজাত সন্তানদের জন্য রেখে যাচ্ছেন পাহাড় পরিমান সম্পদ।

ধার্মিক ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতিদের বাদশাহী রাজপ্রাসাদ,লাগামহীন ভোগবিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ লক্ষ লক্ষ টাকা । ধার্মিক গরীবদের অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তার জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। দরিদ্র আর অতি দারিদ্রতার যে তথ্য আপনারা প্রকাশ করছেন আপনারা ধার্মিক ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি,আপনাদের কাছে সঞ্চিত গচ্ছিত যা ধন সম্পদ টাকা পয়সা আছে তা দিয়ে সকল দরিদ্রদের পাকা বাড়ীঘর,স্বাস্থ্যসম্মত পায়খানা ও আগামী ১০০ বছর মাসে ১০হাজার টাকা ভাতা দেওয়া যায়,তারপরও কেনো আপনারা হোমিওপ্যাথি ওষুধের মতো ফোটা ফোটা মেপে মেপে দারিদ্রতা হ্রাস করছেন ! রাজনীতির মতো মানব সেবাকে যারা পেশা হিসেবে নিতে চান তাদের অবশ্যই ব্যাক্তিগত সম্পদের মালিকানার সীমাবদ্ধতা থাকতে হবে। একজন সংসদ প্রার্থী যদি ৩০লক্ষ টাকার বেশী মালিক না হন তাহলে নির্বাচনে নিশ্চয়ই কোটি টাকা খরচ করতে পারবেন না, একজন সংসদ প্রার্থী যদি ৩০লক্ষ টাকার বেশী মালিক না হন তাহলে রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি ও সুইচ ব্যাংকে জমা বৃদ্ধি করবেন না। কারো ও টাকা পয়সার মালিক হওয়ার খায়েশ থাকলে তিনি ফ্রেশ ব্যবসা করুন তবে চাদা আর ডোনেশন দিয়ে রাজনীতিকে প্রভাবিত করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।