আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলর জীবনের সোনার হরিণ "খালা"।

সময় কে জানতে চাই.. জন্মাবার পর থেকেই ব্যাচেলর পদবী গায়ে লাগিয়ে ঘুরতেছি। "খালা" শব্দটা ব্যাচেলর জীবনের সাথে এক্কেবারেই ফেবিকলের আঠা! তবে এই আঠা মাসের ১৫ দিনই গায়েব হয়ে যায়! মরন! তখন খালা শব্দটা নিজের গায়ের সাথেই লাগাতে বাধ্য!গত তিন দিন আমাদের মহান "খালা" গায়েব হইয়াছেন তাহার মুঠোফোনও বন্ধ পাইতেছি। নিজেই খালা হইয়া ইদানিং রান্না করিতেছি।খালারে নিয়ে একখান ছড়া বান্ধিলাম... খালা খালা খালা আসিবা কবে রান্ধিবা কবে খাব কবে ঘুমাব কবে তুমিই শুরু তুমিই শেষ তুমিই আমার অবশেষ তুমি না আসিলে খাওয়া নাই যাহা পাই তাহা খাই আমার রান্না তোমার রান্না আকাশ পাতালের ফারাকের বন্যা গ্যাসের চুলা বড়ই বদ হাত লাগালেই ছাঁৎ ছাঁৎ তোমার হাতে জাদু আছে রান্নাবান্না তোমাই সাজে আমি এক অকালকুষ্মাণ্ড রান্না করতে অকালপক্ব তোমার জন্যই শিখিলাম রান্না হোক সে জতই শোকের কান্না পেটের পীড়াই আমি শেষ দেখা দাও অবশেষ দুষছি নিজের ভাগ্যটাকে এমন খালা আমার ভাগ্যে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।