আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাচেলর ছড়া-২৪

!!!

তোমার ঠোটের ছোঁয়া খেয়ে আজও আমি রোগি ভেজাল লিপিস্টিকের অভিশাপে পেটের পীড়ায় ভুগি! তুমি কাছে এলেই হয়ে যেতাম পাগল আবোল তাবোল সবই খেতাম যেমনি খায় ছাগল! পেটের পীড়ার ট্যাবলেট এখন পকেটেই আমার থাকে ডেটিংয়ে যাওয়ার আগে খেয়ে নেই এক ফাঁকে! চারিদিকে ভেজাল বিরোধী চলছে অভিযান তবে কেন লিপিস্টিক খেয়ে হারাতে হবে প্রাণ!! সংগ্রহ: তবুও ডিজুস প্রেম (রম্য ছড়ার বই), লেখক: সুধারাম সাধু ও মধুরাম মাধু প্রকাশকাল: একুশে বইমেলা ২০০৮ বইটি পাওয়া যাচ্ছে; বইমেলার যেকোন গেট দিয়ে ঢুকেই চোখ কান বন্ধ করে সোজা হাঁটতে থাকুন। কিছুদূর হাঁটলেই বর্ধমান হাউস, যেখানে রয়েছে তথ্যকেন্দ্র। এবার তথ্যকেন্দ্রের ঘোষক/ঘোষিকার মুখের দিকে মুখ করে উপরের দিকে একটু ডান এঙ্গেলে তাকান। দেখবেন দুইটি বড় গাছ দেখা যাচ্ছে। ঐ চত্বরটির নাম `লিটল ম্যাগাজিন চত্বর'। দ্বিতীয় গাছটির নিচেই স্টল নং- ১৪, স্টলের নাম- শালুক। স্টলের নাম: শালুক স্টল নং- ১৪ লিটল ম্যাগাজিন চত্বর (বহেড়া তলা) (তথ্যকেন্দ্রের পাশেই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।