আমাদের কথা খুঁজে নিন

   

সহীহ হাদিসের নামে

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ২৩ বছরের নবী জীবনে স্রেফ ৫ হাজার বাক্য উচ্চারন করেছেন হাদিস হিসেবে (বোখারী-মুসলিমে মোট হাদিস কয়টা) এটা বিশ্বাসযোগ্য না। দিনে ৫ টা বাক্য বললেও ৪০ হাজার হাদিস হয়। এই সহীহ হাদিস বাতিকতা দিয়ে সহীহ হাদিস পালন হবে, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম পালন হবে না। অবশ্যই জাল ও মুনকার হাদিস থেকে মানুষকে বিরত রাখতে হবে। এজন্য মাযহাবের ভিতরে রেখে মানুষের ইসলামের সংস্কার করুন।

মাযহাব বা ফিকহ রুপলাভের শত শত বছর পর, যখন বহু সহিহ হাদিসে ধুলো পড়ে গেছে, তখন সংকলিত হাদিস গ্রন্থগুলোর ভিত্তিতে সুসংবদ্ধ মাযহাবগুলোকে অ-সহিহ বলছে যারা তারা অল্পবিদ্যার কারনে একটি সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও ক্ষতিকর কাজ করছে । এ যেন বহু আগে যে চাকা আবিস্কৃত হয়ে গেছে তাকে ভালো কিন্তু অপ্রতুল কাঠ দিয়ে নতুন ভাবে ত্রুটিপূর্ণ ভাবে তৈরী করা। যে যেই মাযহাবে আছেন (এই উপমহাদেশসহ বিশ্বের ৬০ ভাগ মুসলিম হানাফি মাযহাবের) প্লিজ সেটাই পালন করুন, সেটাই বেশি সহিহ। টিভি আর সৌদিদের কাছ থেকে ত্রুটিপূর্ণ ইসলাম শিখবেন না। নিকটস্থ কোন কওমি মাদ্রাসার দারুল ইফতার সাথে যোগাযোগ রাখুন।

নিয়মিত পড়তে পারেন http://www.alkawsar.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।