আমাদের কথা খুঁজে নিন

   

সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা রিলেটেড ফিল্ডে কাজ করেন এমন কেউ থাকলে একটু হেল্প করেন প্লিজ

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম সরাসরি পয়েন্টে চলে আসি। আমার বিএসসি শেষ হতে আর মাত্র ৬ মাস বাকি। এরপরের ৬-৭ মাসের মধ্যে আমার একটা চাকুরী খুব দরকার। আমি আমার বিএসসি লাইফ পুরোটাই প্রোগ্রামিং আর সফটওয়্যার ডেভলপিং শেখার এবং প্র্যাকটিস করার পেছনে কাটাইছি। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে যে আমি আমার ফিল্ডে মোটামুটি ভালো কাজ করি।

কিন্তু আমার কোন ট্রেইনিং নেওয়া নাই। আবার আমার সিজিপিএ ভালো হবে না, এ্যারাউন্ড ৩.৪। আমাকে এখন একটা ট্রেইনিং নিতে চাই। ডাটাবেজ বেজড সফটওয়্যার ডেভেলপ করাই আমার টার্গেট। কিন্তু কোথায় ট্রেইনিং নিবো তা বুঝতে পারছি না।

ঢাকা অথবা চিটাগাং এর কিছু ভালো ট্রেইনিং সেন্টার এবং সেগুলোর চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে এমন কোর্স গুলো সম্বন্ধে কেউ যদি কিছু বলতেন তাহলে উপকার হতো। কোর্স এর ব্যাপারে না বলতে পারলেও অন্তত সেন্টার গুলোর নাম বলতে পারলেও উপকার হবে। তাছাড়া এই ফিল্ডে যারা কাজ করছেন তারা যদি অভিজ্ঞতা থেকে বলতেন যে কি রকম রিকোয়ারমেন্টস বা চাকুরী প্রত্যাশীর কাছ থেকে কি রকম যোগ্যতা তারা আশা করে। অথবা এই লাইনে চাকুরীর ক্ষেত্রে প্রিপারেশন সম্বন্ধে কোন গাইডলাইন যদি দিতেন তবুও উপকার হতো। আমি ভিবি.নেট এবং এমএস এসকিউএল নিয়ে কাজ করেছি।

তাছাড়া আমার প্রোগ্রাম লেখার দক্ষতার উপরও আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে যদিও আমি কোন প্রোগ্রামিং কনটেস্টে কখনো অংশগ্রহণ করি নাই। আমি চটজলদি সলু্শন তৈরি করতে পারি না। আমি পুরো প্রবলেম সারফেস বুঝে তারপর প্ল্যাণ তৈরী করে তবেই কাজ শুরু করি এবং এটা আমি ছোট-বড় সকল প্রবলেমের ক্ষেত্রেই করি। আর এই কাজ অনেকে দ্রুত করে ফেললেও আমার একটু সময়+এনভায়রনমেন্ট এর দরকার পড়ে। বাসায় বসে বসে নির্ভেজাল ভাবে কাজ করতে করতে অভ্যস্ত তাই উপস্থিত ভাবে সমাধান করতে শুরু করতে পারি না।

যেমন ল্যাব এ কোন কাজ করতে দিলে আমি পারি না কিন্তু রাতের বেলা নিশ্চুপ পরিবেশে একা একা নিজের পরিচিত এনভায়রনমেন্টে সেসব কাজ করতে পারি। যাই হোক, আশা করি আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে একটু হেল্প করবেন। আমার একটা চাকুরী ভিষণ প্রয়োজন, জানি সবারই ভিষণ প্রয়োজনই হয়। তবে আমার কখনোই চাকুরী করার প্ল্যাণ ছিলো না এত তাড়াতাড়ি। লাইফটা চেঞ্জ হয়ে গেলো, টার্গেটগুলোও চেঞ্জ হয়ে গেলো।

প্লিজ হেল্প.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.