আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের দ্বায়িত্বশীল ব্যাটিং ও ইজ্জত সংকটে লোটা

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... তামিমের প্রতিটি রানে লোটা কামালের লুঙ্গি খুলতেছে। একটু পর তার লাল রংয়ের জাঙ্গিয়া খানাও খুলবে। তামিম মামা আউট হইয়ো না। লোটারে ল্যাংটা করেই মাঠ ছাইড়ো। আমরা আছি তোমার সাথে।

অর্ধ-সেঞ্চুরীর অভিনন্দন। মামায় আমার অবশেষে একখাণ ভুল শট খেলে আউট হইলেন। কথিত ফিটনেস বিহীনভাবেই উনি যা খেলেছেন প্রশংসনীয়। আরো দু-একজন এরকম ভালো খেল্লে ম্যাচটা জেতা সম্ভব। মুশফিক ও রিয়াদের বাচ্ছা পোলাপাইনের মত ব্যাটিংয়ে হতাশ হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।