আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুঘর পাঠাগারের মেধা উৎসব '১২ (ছবি ব্লগ)

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি... বেশ কিছুদিন যাবত সামু এবঙ ফেবুতে নেই। অনেকেই ফোন করেছেন কি হলো হঠাত। কোনো অসুখ বিসুখ কিনা। আসলে অসুখটসুখ কিছুই হয়নি। ছোট মানুষ হয়ে বড় কাজ করতে গেছিলাম।

আর তাই যত খাটা-খাটুনিতে নেট থেকে দুরে থাকতে হয়েছে। বন্ধুঘর পাঠাগারের কথা এর আগে সামুর বন্ধুরা জানেন। তাই বেশি কিছু লিখলাম না। ক জন উদ্যমি তরুণের মিলিত প্ররিশ্রম এই পাঠাগার। ইতো মধ্যেই এলাকায় বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

এলাকার মানুষের আগ্রহ চাহিদা লক্ষ করেই পাঠাগারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয় এ আয়োজনের। দিনব্যাপী মেধা উৎসব। মহান স্বাধীনতার মাস উপলক্ষে গত ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে এ উৎসব। এতে কুইজ, বক্তৃতা, রচনা, সুন্দর হাতের লেখা, আবৃত্তি ও যা খুশি বলতে পারোসহ ৯ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন ৭৫০ জন প্রতিযোগী।

এদের মধ্যে ৭০ জনকে পুরস্কৃত করা হয়। মোঃ সহিদুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও রোকন রাইয়ানের পরিচালনায় অনুষ্ঠিত দিনব্যাপী মেধা উৎসব উদ্বোধন করেন, যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের সাবেক পরিচালক, আলহাজ মোঃ আবদুল মোমেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাঈম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন শেরপুর এর সভাপতি, কাকন রেজা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিকড় সাহিত্য মাহফিল মোমেনশাহীর প্রতিষ্ঠাতা, লাবীব আবদুল্লাহ, হাতিবান্দা ইউনিয়ন এর চেয়ারম্যার মোঃ নাসির উদ্দিন, তরুণ উদ্যোক্তা মোয়াজ আবরার, বার্তা ২৪ ডটনেট এর সহ সম্পাদক জহির উদ্দিন বাবর, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, গাজী মুহাম্মদ সানাউল্লাহ, মাসউদুল কাদির, মুহাম্মদ নজরুল ইসলাম, আমীর ইবনে আহমদ, সাইফ সিরাজ (সুপান্থ সুরাহী) প্রমুখ। বিচারক মন্ডলী আবৃত্তি মুখে চুইংগাম আটকে গেছিল পিচ্ছিটার সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের একাংশ রচনা প্রতিযোগিতার একাংশ অনুষ্ঠান উদ্বোধক যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের সাবেক পরিচালক আলহাজ আব্দুল মোমেন পুরস্কার দিচ্ছেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম ও শেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাকন রেজা অনুষ্ঠান সভাপতি মো: সহিদুর রহমান মাস্টারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন এক বিজয়ী অতিথি কুইজের পুরস্কার নিয়ে লংকান্ডই ঘটে গিয়েছিল সবশেষে পাঠাগারের প্রবেশ পথ অনুষ্টানের ২০০ ছবি তোলা হয়েছে, মাত্র কয়েকটা আপডেট দিলাম, সময় পাচ্ছি না একদম.. পড়ে আপডেট করব আবার... Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।