আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় পাকা চুল

Engineer Ashikujjaman Ashik আজকালকার পরিবেশে দূষনের পরিমান ক্রমশ বাড়তে থাকায় মানব জীবনকে অনেক সমস্যার সম্মূখীন হতে হচ্ছে৷ দূষনের কিছুটা প্রভাবে মানুষের সৌন্দর্য্যও বিঘ্নিত করে থাকে৷ সৌন্দর্য্য বৃদ্ধির একট গুরূত্বপূর্ণ অংশ হল চুল৷ কিন্তু এখন ছোটো থেকে বড় সকল বয়সের লোকেদেরই চুল পেকে যাচ্ছে বা চুল ঝরে যাচ্ছে৷ পাকা চুলের সমস্যাটা আজকাল দিনে মানুষকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে৷ শুধু বয়স নয় পেটের গন্ডোগোল, চিন্তা ও অন্যান্য শারীরক সমস্যার কারনেও চুল পেকে যায়৷ তবে পাকা চুলের এই সমস্যাটি খুব সহজেই সমাধান করা যায়৷ পাকা চুল কমানোর জন্যে সবার আগে আপনাকে পাকা চুলকে মাথা থেকে তুলে ফেলার বদ অভ্যাসটিকে ত্যাগ করতে হবে৷ কারন এতে মাথায় আরও বেশী পরিমানে পাকাচুল হতে থাকে৷ পাকা চুল তুলে ফেলার থেকে ভালো কাজ হল সেই চুলটিকে কাঁচি দিয়ে কেটে নিন৷ এতে পাকা চুলের সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হবে না৷ পাকা চুলকে পুনরায় কালো করবার জন্যে বা পাকা চুলের সংখ্যা কমানোর জন্যে বিশেষ কয়েকটি পদ্ধতি আছে৷ প্রথমে দেড় কাপ মেহেন্দী নিন এবার এর সাথে কফি পাওডার, লেবুর রস, ব্রাম্ভি চূর্ণ, দই , আমলা চূর্ণ ও শুকনো পুদিনাকে একসাথে ভালো ভাবে মিশিয়ে নিন৷ এবার এতে সামান্য পরিমানে জল যোগ করে ফেটাতে থাকুন৷ এবার আপনি আপনার মাথার চুলকে ভালো ভাবে ধুয়ে নিন এবং শুখনো করে মুছে নিন৷ তারপর এই মিশ্রনটিকে ভালো ভাবে চুলের উপরে লাগিয়ে নিন৷ এই রকম ভাবে কয়েকদিন ধরে এই পক্রিয়াটিকে চালিয়ে গেলে আপনার পাকা চুলের পরিমান কমে যেতে থাকবে এবং চুল ঝরে যাবার সমস্যাও কমে যাবে৷


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।