আমাদের কথা খুঁজে নিন

   

ডিসেকটেড বলাকা (হিজিবিজি Fun)

কবি রবী ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। । । ধমাস!!!!! । ওরে ওরে করলি কি তুই নবীন হতচ্ছাড়া? আধমরাটা বেঁচে ছিল করলি ধরাছাড়া? :O অত জোরে বলেছে কে ঘা দিতে তোকে শুনি? এমনিতেই তো আধমরা সে এখন বাঁচবে কিভাবে উনি? ।

। । আধমরার হাহাকার - ঘায়ে ঘায়ে জীবন গেল শেষ ঘা টাও মারলি? কবির কথা শুনেই তুই এমন করতে পারলি? । । এবং আধমরা টু ফুলমরা ।

নবীনের বক্তব্য - সবুজ আমি, অবুঝ আমি যা বলছে তাই করছি। কবির কথা শুনে এখন এই বিপদে পরছি। ঘা যখন মারবই আমি আস্তে কেন মারব? সবই যদি আস্তে করি কম্পিটিশনে পারব? কেন যে সব উপদেশ দেয় বদভ্যাস সব কবির। আমি এখন জানি না কিছু, সমস্ত দোষ রবীর। ।

। অতঃপর কবির সম্ভাব্য সংশোধন । ওরে আপন, আত্মীয়-স্বজন, ওরে ডাক্তার চাচা, আধমরারাও মানুষ বটে, ওদের চিকিৎসা দিয়ে তোরা বাঁচা। নবীন, কাঁচা, সবুজ, অবুঝ বড়ই বিপদজনক। অভিজ্ঞতার অভাব তাদের নড়েছে আমার টনক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.