আমাদের কথা খুঁজে নিন

   

WISDOM'S DAUGHTER (H. Rider Haggard)

এক ( স্বর্গের মিলনায়তন) জ্ঞাণী মানুষ হলির প্রতি, যে কিনা দেখতে কুশ্রী কিন্তু মনটা খুব ভালো। সে উত্তর দেশের নাগরিক, একসময় নুট নামে পরিচিত ছিল । এই দার্শনিক অনেক আগে আমার শিক্ষক ছিল, সে হয়তো ভুলে গিয়েছে কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশিদিন আগে না, এইতো গতকালের ঘটনা । এই হলিকে বলছি, আমি আয়েশা, ইয়্যারাবের এর কণ্যা, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন নামে পরিচিত। আমি আমার অতীত জীবনের অনেক ঘটনা বলেছি, আমার কি ভূমিকা ছিলো সেগুলোতে ।

এছাড়াও আমি একই এবং অন্যান্য ঘটনা বলেছি আমার লর্ড ক্যালিক্রেটিসের কাছে, যে এখন লিও ভিনসি নামে পরিচিত । পূর্বে সে যোদ্ধা ছিলো, কিন্তু ধর্মীয় কারণে পরে সে মিশরের দেবী মা আইসিসের যাজক হয়। একই ঘটনা আমি শিকারী এলানকে বলেছি । ও কোরে শিকার করতে এসেছিলো, ওর কথা হলি এবং লিওর কাছে না বলাই উত্তম ভেবেছিলাম। সবার কাছে এই গল্পগুলো খাপছাড়া লাগতে পারে।

কারণ আমি এগুলো রূপক আকারে বলেছিলাম অথবা যে যেভাবে শুনতে চেয়েছিল সেইভাবে বলেছি অথবা ইচ্ছাকৃতভাবে যাতে নিজেকে আড়াল করা যায়। এখনো প্রত্যেকটা গল্পে কিছু সত্য লুকানো রয়েছে, যাদের দক্ষতা এবং সামর্থ আছে তারা সত্যকে খুঁজে পেতে পারে । এখন আমার আত্মা আমাকে তাড়িত করছে এই রূপক কাহিনীগুলোকে ব্যাখ্যা করার জন্যে। আমি কী ? আমি কোন জায়গা থেকে আসলাম, আমি কী দেখেছি, কী করেছি । অথবা কমপক্ষে যেসব ব্যাপারে আমাকে প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে , তাদের পক্ষ থেকে, যাদের হয়ে আমি কাজ করি ।

এখন আমি থাকি এশিয়ার পর্বতে ,এখানে আমাকে পাহাড়ের হেসা নামে ডাকা হয়। ধরনীতে আমি মা আইসিসের শেষ ধর্মযাযিকা, আগে বাস করতাম লিবিয়ার ধ্বংস নগরী কোরে । কোরে আমি দুইহাজার বছর ধরে অপেক্ষা করেছি ক্যালিক্রেটিসের পুনর্জন্মের জন্য, আমি এখানেই ওকে প্রচন্ড ক্রোধ, ঈর্ষায় অনিচ্ছাকৃতভাবে খুন করেছিলাম । অবশেষে ও ফিরে আসলো, কিন্তু আমি আবার ওকে হারালাম, এখানেই । আমাদের উপর দেবতাদের অভিশাপ এখনো কমেনি ।

আমাকে সবচেয়ে ভয়ঙ্করভাবে আঘাত করা হলো, আমি যেটাকে ভাবতাম আমকে আগের চেয়ে সুন্দরী করে তোলবে সেটাই আমার কাল হলো । এভাবে ভাগ্য আমাকে আরেকবার উপহাস করলো , আরেকবার আমি আমার ক্যালিক্রেটিসকে হারালাম । এরপর আমার আত্মা কিছুক্ষণের জন্য এদিক ওদিক পরিভ্রমণে বের হলো, অবশেষে এক প্রাচীন বৃদ্ধা ধর্মযাজিকার উপর আশ্রয় নিলো । অদৃষ্টের লিখনে লর্ড লিও খুঁজতে খুঁজতে আমার কাছে এলো এবং দেখলো জ্যোতির্ময় ভয়ংকর আকৃতির এক আত্মাকে এবং সে এটাকে একটা চুমোর সাথে দাবি করলো । আমি মনে করি এটা ছিল মানুষ দ্বারা কৃত এপর্যন্ত সবচেয়ে সাহসী এবং বিশ্বস্ত কাজ ।

ঐ চুমোর দরুন, লর্ড লিওর চোখে আমি আবার সুন্দর হই, যেটা আগে থেকে ভাগ্যে লিখা ছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।