আমাদের কথা খুঁজে নিন

   

আসেন মডুদের বুদ্ধি দেই। - ভার্সন ২ (সিরিয়াস পোষ্ট - সবার মন্তব্য চাই)

ধুর গত ১৭ই ফেব্রুয়ারী কিছুটা মজা করেই আসেন মডুদের বুদ্ধি দেই। শিরোনামে একটি পোষ্ট দিয়েছিলাম। মজার সাথে সাথে কিছু বুদ্ধি এসেছিল যা আসলেই সিরিয়াস এবং কার্যকর করার উপযুক্ত। তবে আজকে এই লেখার ভার্সন ২তে একটি সিরিয়াস কথা বলব। গত পোষ্টের প্রথম ২টি আইটেম ছিলঃ ১. রেজিষ্ট্রেশন কোন দেশ থেকে করা হয়েছে তা দেখান ২. পোষ্ট কোন দেশে বসে করা হল তা দেখান জানি এ নিয়ে মতভেদ আছে, কিন্তু আজকে হঠাৎ লক্ষ করলাম যে সামুতে প্রতি লেখকের প্রোফাইলে গেলেই বাংলাদেশের পতাকা দেখায়। পতাকা দেখাক, এবং সেটা আমি কঠোর ভাবেই সাপোর্ট করি। কিন্তু সমস্যা হল, কিছু ভাদা ও ছাগু আছে, তাদের প্রোফাইলের মাথার উপরে পতাকা থাকবে, আর সাধারণ ব্লগারদের এবং দেশপ্রেমীদের মাথার উপরেও সেই একই পতাকা থাকবে তা হতে পারে না। কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করা হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.