আমাদের কথা খুঁজে নিন

   

এক আওয়ামী পন্থীর বিক্ষুব্ধ ফেইসবুক স্ট্যাটাস

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed "শ্রম ও কল্যান (!!!) মন্ত্রণালয় থেকে নাকি লোক এসে গার্মেন্টস ফ্যাক্টরির আজকের এ্যাটেনডেন্স চেক করসে আর বলসে যে ১২ তারিখে এই এ্যাটেনডেন্স কম হলে খবর আসে। এই থ্রেট টা তো পুরা বেআইনি, মাস্তানি। এই হলো আমাদের সরকার। অফিসে যাওয়ার পথে যদি কারও কোনও ক্ষতি হয় তার দায়িত্ব কি শ্রমিক ইন্সপেক্টর নিবে? জোর করে ক্ষমতায় থাকা যায় না এইটা আওয়ামীলিগ ভুলে যায় কেমনে? Stop this bullshit...do some real work. বাংলাদেশের সুশীল সমাজের লোকরা এখন কোথায়, কেয়ারটেকার রে যারা অগনতান্ত্রিক বইলা টক শো'তে মাইক ফাটায় ফাটাইসে তারা কি মনে করে এইটা গনতান্ত্রিক?" ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের স্ট্যাটাস থেকে কথাগুলো কপি করলাম যিনি ভোটের আগে আমাদের সরকারের একনিষ্ঠ ভক্ত ছিলেন। অবস্থা দেখে তো মনে হচ্ছে চাচা মিয়াই সবচেয়ে ভাল আছেন। গুলশান এলাকা উনার হাতে প্লাস কালেরকন্ঠে পড়লাম তিনি নাকি ঢাকা উত্তর চেয়েছেন (জাতীয় পার্টির মনোনীত কোনও প্রার্থী)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।