আমাদের কথা খুঁজে নিন

   

“ভাত দে হারামজাদা ,নাইলে মানচিত্র চিবিয়ে খাবো”

বর্তমান সময়ে সব চেয়ে বেশি যে লাইনটার কথা মনে পরতেছে সেইটা হইলো “ভাত দে হারামজাদা ,নাইলে মানচিত্র চিবিয়ে খাবো” একেকজন একেক দাবী নিয়ে মেতে আছে । সবাই জিততে চায় । কেউ কাউরে একটু খানি ছাড় দিতে নারাজ । সবাই তাদের মতো আন্দোলন করতেছে , জনগণের নামে । ''জনগণের দাবী '' বলে হরতাল দেয় , আবরোধ করে , আরও কত কি ? কিন্তু সাধারণ মানুষের কথা কয়জন ভাবে ? নিজে যখন খেতে পাবে না তখন সে দেশের কথা ভুলে যাবে , যখন তার সামনে তার সন্তান অভুক্ত হয়ে কাতরাবে তখন সে নৈতিকতা ভুলে যাবে , যখন ঘুমনোর জায়গা থাকবে না তখন সে কিছুই মানবে না ।

আপনারা সবাই আছেন নিজেদের ধান্ধায় । জনগণ কে ????? আপনি একা কি জনগণ ? আপনি হাজার মানুষের কথা কিভাবে শুনলেন ? তাদের আর্তনাদ শুনেছেন ?? শুনেছেন কি তাদের খুদারত সন্তানের চিৎকার । খবরের কাগজে কোন এক চিপায় লেখা থাকে '' মা তার সন্তানকে নিয়ে নদীতে ঝাপ দিয়ে মারা গিয়েছে অভাবের তারনায় '' এর চেয়ে বড় করে লেখা থাকে '' ক্যাটরিনা কাইফ চুম্বন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে '' জনগণ জনগণ জনগণ সবাই এই নাম ব্যাবহার করে । গুরুত্ব দেই না । কারণ আমি আপনি টা শিখি নি ।

ভোটকে জনগণের শক্তি বলেন ? আমি একজনকে একবার জিজ্ঞেশ করছিলাম ভোট কাকে দিবেন । তখন সে বলেছিল '' যে বেশি টাকা দিবো তারেই দিমু '' এই হইলো জনগণের শক্তি । দারিদ্রতা না মিটিয়ে ডিজিটালাইজেশন কয়জনের ভাত জোটাবে । আগে মানুষের আর্তনাদ শুনেন , তাদের কান্নার শব্দ শুনেন , তাদের পেটের টান বুঝেন পড়ে উন্নত দেশের সাথে পাল্লা দেন । একশত বিশতলা বাড়ি করার জন্য আগে নীচের কাজ শেষ করে পড়ে উপরে আস্তে আস্তে উঠতে হয় ।

“ভাত দে.... নাইলে মানচিত্র চিবিয়ে খাবো” কথাটা মনে রাখবেন । পেটে ফাঁকা থাকলে দেশকে কেউ কোন গুরুত্ব দিবে না । আপনাকে মানুষের চাওয়া বুঝতে হবে । '' স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন '' এইটা চির সত্য । কিন্তু যে একবার দেশ স্বাধীন করে অনাহারে দিন কাটাচ্ছে সে কিন্তু পরের বার আর সেই '' একই ভুল '' করবে না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।