আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া এডুকেশন ডেলিভারি প্রকল্প চালু করেছে নকিয়া

প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বৃদ্ধির জন্য ‘নকিয়া এডুকেশন ডেলিভারি’ প্রকল্প চালু করেছে নকিয়া। মোবাইলের মাধ্যমে পরিচালিত এ প্রকল্পের আওতায় তিন বছরে দেশের ৬০০ প্রাথমিক শিক্ষকের দক্ষতা উন্নয়নে কাজ করবে নকিয়া। শনিবার ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন নকিয়া বাংলাদেশের প্রধান আবু দাউদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক রিডিং এসোসিয়েশনের (আইআরএ) পরিচালক শাকিল মালেক।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৩ সালে যাত্রা শুরু করা নকিয়া এডুকেশন ডেলিভারি সফটওয়্যারটি এরই মধ্যে চিলি, কলম্বিয়া, ভারত, তানজানিয়া, নাইজেরিয়া, ফিলিপাইনের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশসহ কেনিয়া, মিসর, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সফটওয়্যারটি ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের আইআরএ ডায়াগনস্টিক টিচিং মডেল (ডিটিএম) ও লিটারেসি লিডারশিপ ডেভেলপমেন্টের আদলে পরিচালিত এ প্রকল্পের আওতায় নকিয়া মোবাইল ফোন ও নকিয়া এডুকেশন ডেলিভারি (এনইডি) ব্যবহার করে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে। প্রাথমিকভাবে ময়মনসিংহের তিনটি ও জামালপুর জেলার সাতটি উপজেলার ১০টি বিদ্যালয়ের দুজন শিক্ষককে এ প্রশিক্ষণ দেয়া হবে। আর এ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।