আমাদের কথা খুঁজে নিন

   

আম্মজান আপনি যেমন নিজেকে শক্তিশালী ভাবতেছেন। অন্যরা আপনার চেয়ে কম নয় এটাকি আপনি বুঝেন না?

i love somewhere blog. যে কেউ যদি চায় একটি দেশে অরাজক পরিস্থিতি তৈরী করা সম্ভব। উদাহরণ স্বরুপ এটি বড় আকারের ড্রামের পানি নষ্ট করার জন্য সামান্য এক ফোটা বিষে যথেষ্ট। আজ রাজাকার মাতা সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন। সরকারী দলে থাকলে দেশকে ভালবাসি। কিন্তু বিরুধী দলে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিব এই মানসিকতার পরিবর্তন হওযা জরুরী আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের।

বিরুধী দল হলেও দেশ সেবা করা যায়। কিন্তু রজাকার মাতা আজ দেশে যে সবকান্ড কারতেছেন তা দেশ সেবা নয়। সংবিধান মানেন না। সংবিধান ছুড়ে ফেলেদিব। বিচার বিভাগ মানবেন না।

আদালতের রায় মানবেন না। জাতীয় সংসদ অদিবেশন ভাল লাগেনা। রাজপতে বিশৃঙ্কলা করতে ভাল লাগে। সরকার সহায়তা করতে খারপ লাগে। সরকারের বিরুদ্বে জনগনকে উষ্কে দিতে ভাল লাগে।

২৬৪ টি আসন পাওয়া সরকারী দলের সিদ্বান্ত মানবেন না। তা হলে কি আমাদের ৩০ টি আসন পাওয়া বিরুধী দলের কথা মানতে হবে? আম্মাগো প্লিজ এবার জনগণকে একটি শান্তি দেন । আর কত বাহানা, আর কত যন্ত্রণা আম্মা দিবেন আমাদের। আম্মা আদালত বলেছে তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে। আম্মা আপনি কি আদালত মানেনা ? আম্মা গো আপনি যদি এখন আদালত না মানেন , যদি ভবিষ্যতে আপনি ক্ষমতায় আসেন তা হলে আম্মা অন্যরা যে সেদিন আপনার আদালত মানবেনা।

আম্মজান আপনি যেমন নিজেকে শক্তিশালী ভাবতেছেন। অন্যরাওযে আপনার চেয়ে কম শক্তিশালী নয় এটা কি আম্ম আপনি বুঝেনা। লোক সমাগম করে আম্মা আপনি আমাদের কি বুঝাতে চাচ্ছেন। লোক সমাগন কি সব সমস্যার সামাধান? আম্মা একটি নিজের বগলের র্দুগন্ধ শুকে দেখুন। আম্মা আমার দুই ভাই জান যে র্দুনিতি ও টাকা চুরি করে বিদেশে পালিযে গেছে তা আম্মা আমরা সবাই জানি।

আম্ম আপনি ভাবতেছেন আপনার সব অপর্কমের কাহিনী সব আমারা ভুলে গেছি। যদি তায় ভাবেন তা হলে বলবো আপনার নিজের স্মৃতি শক্তি লোপ পেয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।