আমাদের কথা খুঁজে নিন

   

ঔষধের মূল্য সত্তিই কি এত বেশি, না রাখা হচ্ছে?

লিখতে ভালোবাসি যাস্ট আমরা বাংলাদেশি we are not corrupted ঔষধের মূল্য সত্তিই কি এত বেশি, না রাখা হচ্ছে? বাংলাদেশে ঔষধের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছুদিন যাবত। আর বিদেশ থেকে আমদানীকৃত ঔষধের দাম তো আকাশ ছোঁয়া। আগে শুনেছি, অন্য দেশের চেয়ে এদেশে কম মূল্যে চিকিৎসা ব্যবস্থা আছে। আর ঔষধের দামও তুলনামূলক কম। তবে হ্যাঁ আন্তর্জাতিক বাজারে ঔষধের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এমন হচ্ছে এটা ঠিক।

কিন্তু একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে, এটাই শুধু কারণ নয়। তার একটা উদাহরণ দেই, আমার বাবার জন্য ডাক্তার একটি ইনজেকশনের কথা বলেন নাম এ্যালবোমিন২০%, ৫০এমএল (albumin20%, 50ml)। যার মূল্য ১৭ দিন পূর্বে আমি কিনেছিলাম পান্থপথ মোরে লাজফার্মা থেকে ২১০০ টাকায়। পরবর্তিতে আজকে বাবা আমাকে বলল, আরো দুইটা ইনজেকশন কিনতে হবে। যেহেতু আমি মগবাজারে থাকি সেহেতু আমি ভাবলাম হলিফ্যামেলি থেকে ইনজেকশনটা নিয়ে আসি।

এতে আমার সময় কম লাগবে তাই আমি গেলাম হলিফ্যামেলিতে; কিন্তু সেখানে যেতে আমার সময় কম লাগলো ঠিকই কিন্তু কাজ হলো না। ইনজেকশনটির দাম সেখানে নেয়া হচ্ছে ২৭০০ টাকা। তারপর আমি চিন্তা করে দেখলাম তাহলে লাজ ফার্মাতে গিয়ে নিয়ে আসি। চলে গেলাম লাজফার্মাতে ২টা এ্যালবোমিন২০% ৫০এমএল দিতে বললাম। দাম রাখলো আমার কাছে ২৩৫০ টাকা।

আমি জিজ্ঞাস করলাম এত দাম কেন? বললো দাম বাড়ছে মামা। আমি বললাম কিছুদিন আগেইতো তোমাদের কাছে থেকে ২১০০ টাকা করে নিয়ে গেলাম। এইকয়দিনে দাম বেড়ে গেলো? সত্যিই কি দাম বাড়ছে না বেশি রাখতেছো? তখন দোকানদার বললো মামা নিলে নেন নাইলে ২৪০০ টাকায় নিতে হবে। কি আর করা আমি ২৩৫০ টাকায় নিয়ে নিলাম। এখন আমার প্রশ্ন ঔষধের দাম কি সত্তিই এতটাকা বেড়েছে না একেক জনে একেক মূল্য রাখছে।

যদি দাম বেড়ে থাকে তাহলে আমার কোনো জিজ্ঞাসা নেই, কিন্তু একটা বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে। তাহলো যদি দাম বাড়ে সে ÿেত্রে আমার কাছে কেন হলিফ্যামেলি ২৭০০ টাকা চাইলো? আর কেনইবা আমি ২৩৫০ টাকায় লাজফার্মা থেকে ইনজেকশনটা নিলাম। আমার প্রশ্ন দাম যদি বেড়ে থাকে কেন দুই যায়গায় দামের এত পার্থক্য থাকবে? নচিকেতার একটি গানের কথা আমার মনে পরে যখনি কোন ডাক্তারকে দেখি গানটি হচেছ.... “ডাক্তার মানে সেতো মানুষ নয় আমাদের চোখে সেতো ভগবান কসাই আর ডাক্তার একি তো নয় কিন্তু দুটুই আজ প্রফেশান কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার ” আমি কিছুতেই হিসাবটা মেলাতে পারিনা ডাক্তারির মতো একটা মহৎ পেশাকে কেন ব্যবসা বানানো হয়েছে। আর ওষুধের কথাতো বললামই.... এই যদি হয় দেশের সার্বিক পরিস্থিতি তাহলে কবে আমরা সারা বিশ্বের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশি বি ধৎব হড়ঃ পড়ৎৎঁঢ়ঃবফ মেহেদী হাসান ০১৭৪৭৯০২৯৩৯ email : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।