আমাদের কথা খুঁজে নিন

   

কী দেখলাম 'লালটিপ' নাকি 'ছায়াছন্দ' !

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ আজ সকালে বলাকা সিনেমা হলে 'লালটিপ' ছবিটা দেখলাম। যদিও দুই দিন আগের প্রথম আলোর সংবাদ পড়ে দেখতে গিয়েছিলাম 'ডুবসাঁতার'! কিন্তু 'ডুবসাঁতার' দেখানো হচ্ছে না দেখে, 'লালটিপ' দেখলাম। 'লালটিপ' দেখে হতাশই হলাম। ছবিটাতে এমন ঘন ঘন গানের ঘনঘটা যে মনে হচ্ছিল স্বপন আহমেদ পরিচালিত 'ছায়াছন্দ' দেখছি! যদিও বিটিভিতে বালক বয়সে দেখা 'ছায়াছন্দ' 'লালটিপে'র চেয়ে নিঃসন্দেহে আনন্দায়ক ছিল। 'ইমপ্রেস' বরাবরই হতাশ করে যাচ্ছে... কবে যে তারা আমাদের ইমপ্রেসড করতে পারবে সেই আশায় রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।