আমাদের কথা খুঁজে নিন

   

ছকের বাঁধন হবে ছিন্ন

ছকে বাঁধা এই জীবনটা চালে চালে চলে এগিয়ে কৌশলের সূক্ষ্মতায় সব বাঁধা পেরিয়ে শত্রুদলকে করতে বধ সৈনিক পড়ে বেরিয়ে বন্ধুর এই জীবন পথে ছক কষে চলি এগিয়ে ভেসে যাই ওই রণতরীতে বুক চিতিয়ে লড়ে যেতে কে হতে চায় বল, অথর্ব রাজা আমরা তরুণ সেনা রক্ত মোদের উষ্ণ তাজা দুর্গের প্রাচীর গড়ে দু'হাতে তলওয়ার ঘুরিয়ে ক্ষিপ্রতায় অশ্বারোহনে সেনাপতি আসে তেড়ে ছকে বাঁধা এই জীবন তরী নিয়ম-শৃঙ্খলে ভেসে চলে জীবনের প্রতিটি চালে নির্ভিক মোরা যাব লড়ে কে হতে চায় বল, অথর্ব রাজা আমরা তরুণ সেনা রক্ত মোদের উষ্ণ তাজা [এইটা কিন্তু কোন কবিতা না... একটা সুর ভেবে গান হিসেবে লিখসিলাম... কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল গান-ও হয় নাই... কবিতাও হয় নাই ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।