আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিআরবে উৎকণ্ঠায় প্রবাসিরা

ঢাকায় সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সৌদিআরবে অবস্থানরত বাংলাদেশিরা তিনদিন ধরে মোবাইল ফোনে দেশে আত্মীয় স্বজনদের কাছে এই উৎকন্ঠার কথা প্রকাশ করছেন। সৌদিআরবস্থ কক্সবাজার বিএনপির সভাপতি ফরিদুল আলম ফারুকী জানান, বেশ কয়েক বছর ধরে সৌদিআরবে বাংলাদেশি প্রবাসিরা ভিসা সংক্রান্ত জটিলতায় ভোগান্তি পোহাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সৌদিআরব সফরে এসে এই জটিলতা নিরসনের চেষ্টা চালান। কিন্তু মঙ্গলবার ঢাকায় সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকান্ডের ঘটনায় এই জটিলতা আরো তীব্র হওয়ার আশংকা দেখা দিয়েছে।

জেদ্দাস্থ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হত্যাকান্ডের ঘটনায় সৌদিআরবস্থ বাংলাদেশিরা লজ্জায় পড়েছেন এবং অনেকেই আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। এই হত্যাকান্ডের ঘটনা নিয়ে প্রবাসিদের সীমাহীন বেকায়দায় পড়তে হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন। এই দুই সৌদি প্রবাসি জানান, সৌদিআরবে বর্তমানে ২৫ লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এছাড়াও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আরো ৫ লাখ রোহিঙ্গা (মিয়ানমারের মুসলিম নাগরিক) অবস্থান করছেন সৌদিআরবে। তারা মনে করেন, কোন জটিল পরিস্থিতির সৃষ্টি হলে ২৫ লাখ বাংলাদেশি ও ৫ লাখ রোহিঙ্গা সে দেশ থেকে বিতাড়িত হলে বাংলাদেশকে চরম বেকায়দায় পড়তে হবে।

সৌদিআরবের জেদ্দা প্রবাসি কক্সবাজারের বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, ওই ঘটনার পর থেকেই বাংলাদেশিদের ধরপাকড় বেড়ে গেছে। কোন কোন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রবাসিরা অনেকটা সতর্ক হয়ে উৎকণ্ঠার মধ্যে কাজ করছেন। ’ সৌদিআরবের আবাহা শহরে কর্মরত শ্রমিক মোজাহের আহমদ জানান, গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশিদের সূর্য উঠার আগেই কর্মস্থলে পৌঁছাতে হচ্ছে। তিনি বলেন, ‘সকালে কাজে যাওয়ার পথে গ্রেপ্তার হওয়ার ভয়ে আমি নিজেই অন্ধকার থাকতেই খালি পেটে কর্মস্থলে যাচ্ছি।

’ সৌদিআরবে কর্মরত সংবাদ কর্মী নাসের চৌধুরী জানান, মঙ্গলবার ঢাকাতে সৌদি দূতাবাসের ভিসা সংক্রান্ত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার পর স্থানীয়রা প্রবাসি বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করছেন। এমনকি বাংলাদেশকে নিয়েও নানা কটুক্তি করছেন। তার আশংকা, মঙ্গলবারের ঘটনার পর বাংলাদেশের ইমেজ যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তা পূনরুদ্ধারের উদ্যোগ নিয়ে প্রবাসিদের উৎকন্ঠার অবসান ঘটাতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.