আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক- রজনীকান্ত, একজন অভিনেতা

উপরের ছবিতে একজন প্রচন্ড ক্ষমতাধর প্রেসিডেন্ট একটা ছবির মানুষকে সম্মান (কৌতুক) জানাচ্ছে, সেই ছবির মানুষটার নাম রজনীকান্ত, তার দেশে একজন অসম্ভব জনপ্রিয় অভিনেতা। তাকে নিয়ে অনেক কৌতুক বা সেইরকম গল্প চালু আছে। সেগুলিরই কিছু শেয়ার করছি। * 'লাল কেল্লা' লাল কেন জানেন? আরে রজনীকান্ত পান খেয়ে পানের পিক ঐ কেল্লায় ফেলেছিল, তাই। * রজনীকান্ত সুর্য্যের প্রতি রাগ হলে সুর্য্য ভয়ে চাঁদের পিছনে পালায়, পৃথিবীর মানুষ সেটাকে বলি সুর্য্যগ্রহন।

* অমিতাভ বচ্চন একবার রজনীকে জিজ্ঞেস করল, 'আচ্ছা তোমার নাকি পৃথিবীর তাবৎ বড় বড় লোকের সাথে আলাপ আছে, সবাই নাকি তোমাকে চিনে'? রজনী বলল ' হ্যাঁ তা একটু আছে বৈকি'। অমিতাভ বলল 'একটা পরীক্ষা হয়ে যাক, তুমি টম ক্রুজের সাথে লান্চ করাতে পারবে'? ব্যাস দু'দিনের মধ্যেই লান্চ হয়ে গেল। এরপর বারাক ওবামার সাথে ডিনার হল। এরপর অমিতাভ বলল 'আচ্ছা এবার পোপের সাথে আড্ডা মেরে দেখাও তো' । রজনী বলল 'তাহলে চল ভ্যাটিকানে, আমি ভ্যাটিকানের ব্যালকনিতে পোপের সাথে কথা বলব, তুমি নীচ তেকে দেখে নিও'।

ভ্যাটিকানে গিয়ে অমিতাভকে নীচে রেখে রজনী গেল ভ্যাটিকানের ব্যালকনিতে পোপের সাথে গল্প করতে। এসে দেখে অমিতাভ অজ্ঞান হয়ে পড়ে আছে। পানি টানি দিযে তাকে সুস্হ করা পর জানা গেল রজনী যখন পোপের সাথে ব্যালকনিতে গল্প করছিল, ভ্যাটিকানের এজন গার্ড নাকি অমিতাভকে ডেকে ব্যালকনিতে রজনী আর পোপকে দেখিয়ে জিজ্ঞেস করেছিল 'আচ্ছা ব্যালকনিতে রজনীকান্তের পাশে ঐ বুড়ো লোকটা কে'? ব্যাস তাতেই অমিতাভ ফেইন্ট। * উপরের ছবিটা রজনীর ড্রাইভিং লাইসেন্স এর ছবি। এটা তার জন্মের সাথে সাথেই ইস্যু করা হয়, এটা দিয়ে সে সব ধরনের যান মায় ইউএফও স্পেসক্রাফট পর্যন্ত চালাতে পারবে।

তার ব্লাড গ্রুপ স--ব। * রজনীকান্ত যখন বুক ডন দিবার সময় কব্জিতে ভর দিয়ে উপর দিকে উঠে তখন আসলে সে উঠছেনা, সে পৃথিবীটাকে ঠেলে নীচে পাঠাচ্ছে। * রাম আর রাবনে যুদ্ধ হচ্ছিল, হঠাৎ রাবন রামের পিছনে কাউকে দেখে বলল ' নাহ আজ থাক, চলি', রাম বলল 'কেন যুদ্ধ তো শেষ হয়নি'। রাবন পিছনের লোকটাকে দেখিয়ে বলল 'মামুলি ব্যাপারে তুমি রজনীকান্তকে নিয়ে এসেছে!!" * মাইকেল জর্ডন রজনীকে বলল 'আমি একটা বলকে এক আঙুলে দু'ঘন্টা ঘোরাতে পারি, তুমি পারবে?' রজনী বলল ;আরে গাধা পৃথিবীটা ঘোরাচ্ছে কে জান?' * শিব একবার পার্বতীকে জিজ্ঞেস করলেন 'হ্যাগা, আমার ত্রিশুলটা দেখছিনা'। পার্বতী উত্তর দিলেন 'আরে ওটাতো রজনীকান্ত নিয়ে গেল, ওটা দিয়ে ম্যাগি নুডলস খাবে বলে'।

* রজনী একবার হাঁচি দিয়েছিল আর তাতেই ভারত মহাসাগরে সুনামী হয়ে গিয়েছিল। * কেউ গুগলে 'রজনিকান্ত' ভুল বানানে সার্চ দিলে গুগল বলবেনা 'ডু ইউ মিন রজনীকান্ত?' গুগল বলবে 'এখনো সময় আছে, ভাগেন'। * এ্যাভাটারের নায়িকা রজনীকে প্রেম নিবেদন করল। রজনী বলল 'আমি বিবাহিত, তুমি জ্যাকের কাছে যাও'। নায়িকা বলল 'আরে দুর তোমার কাছে জ্যাক কিসুসুনা'।

* রজনী কেন চার একর জমি কিনে তাতে চার কোনায় চারটে কুয়ো খুড়লো? -আরে জাননা, সে ক্যারম কেলবে, তাই। *রজনী অসীমকে (Infinity) দু'বার গুনে ফেলেছে। * রজনী কোন সংখ্যাকে শুন্য দিয়ে ভাগ করতে পারে। * রজনী এর মধ্যে দু'বার মঙ্গল গ্রহ ঘুরে এসেছে, সেজন্যই তো বিজ্ঞানরা সেখানে প্রানের অস্তিত্ব পেয়েছেন। * পৃথিবীর যে কোন দেশে বা জায়গায় যেতে রজনীর পাসপোর্ট ভিসা বা যানবাহন লাগেনা, সে তার বাড়ীর একটু উচু জায়গায় গিয়ে নিজেকে ধরে রাখে।

পৃথিবীটা ঘুরতে ঘুরতে তার প্রয়োজনীয় জায়গাটা আসলেই সে নেমে পড়ে। * বিশ্ব খ্যাত নোকিয়া তার বিজ্ঞাপনই বদলে ফেলেছে, রজনীর জন্য। * পিস্তলে রজনীর নিশানা দেখেছেন? (উপরে) * কেউ যদি রজনীর শত্রুর তালিকা খোজে, তাহলে তাকে 'বিলুপ্ত প্রানী'র তালিকায় খুজতে হবে। সব ভ্যানিস হয়ে গেছে। সুত্র: ইন্টারনেট (কমন পড়লে নিজগুনে ক্ষমা করে দিবেন)।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।