আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গী বন্দনা

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D গিয়ারের হ্যান্ডেলে হাত দিয়া মুনে পড়লো ২ দিন ধইরা গিয়ার সক্ত হইয়া রইচে । মনে মনে আমার হেল্পার তরমুজরে দুইডা গালি দিলাম , ওরে কইচিলাম মেরামত কইরা রাখতে , হালায় ভুইল্লা গেচে। হারামজাদা তরমুজ তক্ষনই পাস থেইক্কা চিল্লাইয়া উঠলো ," ইয়াল্লাহ ! উস্তাদ ডাইনে দেহেন "। তরমুজের আবার হুদ্দাই ফাল পাড়নের ব্যারাম আচে , তাই বেসি গুরু্ত্ব না দিয়া বিরক্তি লইয়া ডাইনা তাকাইলাম । দেহি ১০-১২ টা চ্যাংড়া পুলা সাইকেল চালাইতাছে ।

কইলাম , -ইয়াং পুলাপাইন সাইকেল চালাইবো দেহার কি আচে । -আরে না উস্তাদ ওরা কি পইরা চালাইতাছে হেইডা দেহেন । চাইয়া দেহি সবগুলায় লুঙ্গী পইরা সাইকেল চালাইতাছে । এইবার একটু লইড়া চইড়া বইলাম , সহরের পুলাপাইন এমনেই লুঙ্গী কম পরে , হেরা আবার লুঙ্গী পইরা সাইকেল চালাইবার লাগতাছে , এইডা দেহার ব্যাপার বটে । মুখ দিয়া বাইর হইয়া গেল , ঘটনা কি, বুঝবার পারলাম না তো ? বনেটে বহা এক প্যাসেঞ্জার কইলো , - আরে মামা এইডা হইলো নতুন ফ্যাসন , লুঙ্গী পইরা সাইকেল চালানো , তুমি কি আর এসব বুঝবা ।

কথায় সায় দিয়া মাথা ঝাক্কাইলাম , আমিই কি আর এসব বুঝুম । বাপে, ছুডু্বেলায় গাড়ি চালান সিখানের সময় একদিন কইছিল, বুঝলি মুমিন, দুনিয়ার সব কিছু হইলো গাড়ির মতন, ঘুইরা ফিররা আগের যায়গায় গিয়া থামে । ভাইব্বা দেখলাম কথাখান মিছা না । একসময় মানুষ গেরাম থেইক্কা শহরে আইয়া লুঙ্গী পরা ছাইড়া শহরে বাবু হওনের চেস্টা করছিল, বাসায় ছাড়া অফিস-আদালত স্কুলে লুঙ্গী পরার চল নাই , ঢাকা ক্লাবে লুঙ্গী পরা দেইখা কোন কবিরে যেন ঢুকতে দেয় নাই পেপারে দেখছিলাম । এখন নতুন পুলাপাইন শহরে বইসাই লুঙ্গীরে ট্রেডিশন বানাইবার লাগতাছে ।

মনে মনে কইলাম ' নতুনের জয় হউক ' । বিঃ দ্রঃ = চরিত্র কাল্পনিক , ঘটনা সত্য , আজকে লুঙ্গী পরা একদল সাইকেল চালকরে দেখলাম ঢাবি ক্যাম্পাস এ ঘুরাঘুরি করতাছে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.