আমাদের কথা খুঁজে নিন

   

দেয়ার ইজ নাথিং......

আমরা বাঙ্গালিরা মাশাল্লাহ... যদি রাজাকারের বিচার চাই এক হব... কারও সাহায্য দরকার এক হব... রানা প্লাজা ধসে সব ভুলে এক হয়ে সাহায্য করব... জাতীয় দলের জন্যও সবাই এক হব... কিন্তু বাছাধন এক ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে এক হতে পারব না... এখানে এসেই যতসব তালগুল পাকিয়ে যায়... যে রাজাকারের বিচারের জন্য এক হয়েছিল সেও ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়ায় হ্যারিকেন ক্যাটরিনার চেয়েও ভয়ংকর হয়ে উঠে... এটা জাস্ট খেলা... যেখানে বাংলাদেশ খেলেনা... তাই আমরা অন্যদের সাপোর্ট করি... এখানে গালাগালির কিছু নাই... জাস্ট সাপোর্ট... ক্রিকেটের মত বাংলাদেশ খেললে হয়ত দেখা যেতে আমরা অন্যদের সাপোর্ট করছি না... তাই প্রার্থনা করা উচিত যে বাংলাদেশ যেন একদিন তাদের মত হয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.