আমাদের কথা খুঁজে নিন

   

Mackenna's Gold (1969)

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ Gregory Peck যে এই ছবিতে মার্শাল রুপে থাকে সে একটি খোলা জায়গায় ঘোড়ায় চড়ে যাওয়ার সময় হঠাৎ এ্যামবুশের মুখে পড়ে। তারপর কৌশলে এ্যামবুশকারীকে ঘায়েল করে তাকে আহত করে। দেখল যে এ্যামবুশকারী বেশ বৃদ্ধ এক রেড ইন্ডিয়ান সর্দার গোছের। মার্শাল তাকে জিজ্ঞাসা করল কেন তুমি আমাকে মারতে চেয়েছিলে? কে তোমাকে পাঠিয়েছে? কলোরাডো গ্যাংষ্টার? বৃদ্ধ বলল যে না আমি তোমাকে স্বর্ণ লোভী ভেবেছি। কারণ সবাই স্বর্ণ খুজে।

বৃদ্ধের বর্ণণা দেওয়াতে মার্শাল বলল সেখানে কোন স্বর্ণ নেই। বৃদ্ধ বলল আছে যা খুব গোপনীয়। এটা পর্বতের একটা অংশে বড় একটি স্বর্ণের ভান্ডার। এর নক্সা আমার কাছে আছে। নক্সা দেখে মার্শাল বলল চল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।

সে বলল যে না। আমি আর বাচব না। তবে তোমাকে একটা কথা বলি মার্শাল এই স্বর্ণ ভান্ডারের নক্সা তুমি দেখেছ তা কাউকে বলবে না। বললে আত্নারা তোমাকে ছাড়বে না। এর পরেই বৃদ্ধা মারা যায়।

আর মার্শাল ঐ নক্সাটা আগুনে পুড়িয়ে ফেলে। এর পর যখন বৃদ্ধাকে কবর দেওয়ার জন্য মাটি খুড়ে তখন কলোরাডোর গ্যাংষ্টারের লীডার Omar Sharif যে ছবির ভিলেন সে মার্শালকে আটক করে। জিজ্ঞাসা করে স্বর্ণ ভান্ডারের নক্সা কোথায় যা আমরা এই বৃদ্ধকে ২ সপ্তাহ ধরে খুজছি। প্রথমে মার্শাল অস্বীকার করলেও গ্যাংষ্টার দলের এক রেড ইন্ডিয়ান দেখে যে নক্সার পুড়া অংশ। তাকে Omar Sharif দুই ঘা দিয়ে বলে অসুবিধা নেই এই মার্শাল Mackenna এক জন ভাল তাস খেলুড়ে সে তাস ভাল মুখস্থ রাখতে পারে।

তাই সে আমাদের ঐ স্বর্ণের ভান্ডারে নিয়ে যাবে তারপর তাকে আমি মেরে ফেলব! বস্তুত মার্শাল Mackennaকে অপহরণ করে স্বর্ণের ভান্ডারের দিকে যাত্রার জন্যই ছবিটির নাম Mackenna\'s Gold হয়েছে। ছবিটি এ্যাডভেঞ্চার ধর্মী এবং সেই স্বর্ণের ভান্ডারের আশে পাশে উগ্র রেড ইন্ডিয়ানরা বহিরাগত কাউকে সেখানে ঢুকতে দেখলে মেরে ফেলে। ছবিটি ডাউনলোডের জন্য; Click This Link উপরোক্ত লিংকের Fileserve এ যেতে হবে। আশা করি ছবিটি সবার ভাল লাগবে!  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।