আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনকে হারিয়ে দিল স্যামসাং গ্যালাক্সি এস টু

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। সাধারণত স্মার্টফোনের জগতে আইফোনের আধিপত্য দেখা গেলেও বার্সেলোনায় আয়োজিত সাড়া জাগানো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বেস্ট স্মার্টফোন অফ ২০১১ এর অ্যাওয়ার্ড ছুটে গেছে অ্যাপলের হাত থেকে। এর পরিবর্তে, স্যামসাং গ্যালাক্সি এস টু জিতে নিয়েছে এই পুরস্কার। খবর হাফিংটন পোস্ট-এর। এর আগে স্যামসাং তাদের বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এমন একটি বার্তা দিতো যে, যারা অ্যাপলের ভক্ত এবং আইফোন কেনার জন্য লাইন ধরেছেন, তারা গ্যালাক্সি এস টু নিয়ে ঈর্ষান্বিত।

স্যামসাং-এর সেই দাবি সত্য হোক না হোক, ২০১১ সালের সেরা স্মার্টফোন এবং সেরা প্রস্তুতকারক এই দুই পুরস্কারই এখন স্যামসাংয়ের ঘরে। স্যামসাং গ্যালাক্সি এস টু ঘোষণা করা হয় গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এবং সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের বাজারে আসে গত সেপ্টেম্বর মাসে। এর পরই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই হ্যান্ডসেট। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২০ মিলিয়ন স্যামসাং গ্যালাক্সি এসটু বিক্রি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। উল্লেখ্য, এর আগে বিক্রির দিক দিয়ে এ ধরনেরই সফলতা ছিল অ্যাপলের আইফোন ফোরের।

তবে আইফোন ফোর এস অ্যাপলের সেই সাফল্য ধরে রাখতে পারেনি বলেই জানিয়েছে হাফিংটন পোস্ট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।