আমাদের কথা খুঁজে নিন

   

বামদিকে পইরা মরলে বামপন্থী হয়

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র একদা আমার এলাকার এক বামপন্থী বড় ভাই সেচ্ছায় রক্তদান কর্মসূচী চালু করছিল। সেইখানে এলাকার কিছু ছোড পোলাপান লাইন ধইরা ঠেলাঠেলি করতাছিল, ঠেলাঠেলির এক পর্যায়ে এক পোলা তার দোস্তরে কইল যে ঠেলাঠেলি কইরা পইরা মরিস না, আর পরলেও ডাইনদিকে পরিস, বামদিকে পইরা মরলে বামপন্থী হবি। ফেসবুকে 'বাম' বিষয়ক স্ট্যাটাস ও কমেন্ট দেয়া অথবা ব্লগে 'বাম' বিষয়ক পোস্ট ও কমেন্ট দেয়া লোকজনের বেশিরভাগই বামপন্থা বিষয়ে 'বামদিকে পইরা মরলে বামপন্থী'র চেয়ে বেশি জ্ঞান রাখেনা। অন্তত ফেসবুক এবং ব্লগে 'বাম' শব্দ সহকারে নানান রকম লাইন দেইখা আমার সেইরকমই মনে হইল। কারো কারো মতে বামমাত্রেই সমাজতন্ত্রী ও সাম্যবাদী। কেউ কেউ আবার পতিত বাম, ভ্রষ্ট বাম, ছাগবান্ধব বাম, মিল্লাত বাম, চিনা বাম ইত্যাদি নানারূপ শব্দ ব্যাবহার করেন। সেইদিন একজনরে কইতে দেখলাম ছাত্র ইউনিয়ন আর শিবির নাকি একি জিনিস, কারন মুক্তিযুদ্ধের সময় চিনা বামরা স্বাধীনতার বিরোধীতা করছে। তবে না জাইনা বুইঝাই বিশেষ মহলের এইরূপ বাম বিষোদাগার এবং বামপন্থা ও বামপন্থী বিষয়ে লোকজনের এত চিন্তা ও দুঃশ্চিন্তা দেইখা আমি অবশ্য প্রিত। মনে হইতাছে 'বাম'এর ভবিষ্যত ভালো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।