আমাদের কথা খুঁজে নিন

   

এসো তুমি টুনটুনি

ছন্দহীন জীবন বড়ই নীরস একটা মেয়ে ঠিক এভাবেই ঘুরে ঘুরে আমার দিকে তাকায়। আমি জানি না কেন। টুনটুনি জড়োসড়ো এলো বুঝি সাপ সেই ভয়ে কমলো কি শরীরের তাপ? টুনটুনি জড়োসড়ো এলো বুঝি চিল সেই ভয়ে দাঁতে দাঁতে লাগে যেন খিল টুনটুনি আসলেই পাচ্ছে কি ভয়? পাতা দিয়ে ছুঁয়ে দেখি ঘটনা তা নয় দেহে তার উত্তাপ পুরোপুরি ঠিক তাহলে সে কেন এত বেহাল-বেদিক? তাহলে কি এই ডালে গড়বে সে বাসা? চারদিক তাই খুব খোঁজ নিয়ে আসা? এই ডালে বাসা নিয়ে কোনোকিছু হোক চায় না সে তাই তার অস্থির চোখ? বাকি সব ডাল যদি করে ফিসফিস বলে যদি ঐ ডালে কী যে পেয়েছিস? তাই ওরা যেসময় হাওয়ার তালে গান গাবে দুলে দুলে তখনি এ ডালে এক ফাঁকে এই ডালে বসবে সে এসে পাতা মুড়ে বাসা গড়ে যাবে অনিমেষে এসো তুমি টুনটুনি আমি আছি চেয়ে বাসা গোড়ো এই ডালে থেকো নেচেগেয়ে পাতা দিয়ে ঢেকে দেবো অতি সযতনে আমিও সুখের গান গাবো আনমনে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।