আমাদের কথা খুঁজে নিন

   

একি করলাম আমি !!!!!!???????? রিপোষ্ট

আজকে সকালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ী। ঠিক বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এর সামনে এক দুরপাল্লার বাসের ড্রাইভার এর সাথে বাকবিতন্ডা হল। আমাকে সে ড্রাইভার মনে করে অকথ্য ভাষায় গালি দিল। যা এখানে বলবার নয়। যথারিতী পুরানো রক্ত ফুটে উঠল।

গাড়ি ঘুরিয়ে বাসটি থামালাম। আগের মতন কঠিন এক মাইর দিলাম। হাতে এখন প্রচন্ড ব্যাথা। মারতে গিয়ে। কিন্তু একি করলাম আমি।

খুবই খারাপ লাগছে। আমার মতন একজন শিক্ষিত মানুষ (নূন্যতম নিজেকে তাই মনে করি) কি করে পারল এ রকম নিচ এবং নির্মম কাজটি করতে। খুবই খারাপ লাগছে এখন বাস ড্রাইভার এর জন্য আর যারা যাত্রী ছিলেন। আমি আন্তরিক ভাবে দুক্ষিত সবার কাছে। আসলে আমার এই পোষ্টটি দেবার উদ্দেশ্য হল "আমি একটু হালকা হলাম"।

বলতে দ্বিধা নেই যে আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা যতই শিক্ষিত হই না কেন আমাদের মাঝে এক অশুভ পশু বাস করে। শুদ্ধ বাংলায় বলতে - "ফাক পাইলেই হান্দায়া যায়"। আমাদের উচিত এই অশুভ পশুবৃত্তির চর্চা থেকে বিরত থাকা। আপনারা সবাই কি বলেন। ক্ষমতা থাকলেই কি তা ফলাতে হবে? আশাকরি আমার সেল্ফ কনফেশন টাকে সবাই ভালভাবে নেবেন।

আমি মন থেকেই ক্ষমাপ্রার্থী। ভাল থাকবেন সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।