আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরকে খোলা চিঠি

“যদা যদা হি ধর্মস্য, গ্নানি ভগবতি ভারতঃ অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম; পরিত্রানায়ঃ সাধুনং, চ বিনাশাচায়ঃ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে-যুগে”। । --- শ্রীমদ্ভগবতগীতা - যখন পৃথিবীতে ধর্ম লোপ পায়, গ্লানি ভর করে জগতে তখন আমি পৃথিবীতে সৃজিত হই। আমি দুষ্কৃতদের বিনাশ করি আর সাধুদের পরিত্রান করি। ধর্ম আর সদাত্মাদের রক্ষা করতে আমিই যুগে-যুগে পৃথিবীতে অবতীর্ন হই।

হে ঈশ্বর, তুমি নেমে আসো পৃথিবীতে। পৃথিবী আজ গ্লানিতে ভরে গেছে। যা কিছু সুন্দর তা হারিয়ে যাচ্ছে অসুন্দর আর পাপাচারের প্রলোভনে। তুমি এসে দূর করো সেইসব অন্যায় আর অসত্যের মায়াজাল। তুমি খাবার তুলে দাও সেই শিশুর মুখে যে ক্ষুধার জ্বালায় কাঁদতে-কাঁদতে ঘুমিয়ে পরেছে একটু আগে।

তুমি রাস্তার সেই অভাগীকে বুকে জড়িয়ে নাও যে প্রতিটি সন্ধ্যার পর সস্তা স্নো-পাউডারে অস্বীকার করে তোমার অস্তিত্ত্ব; মনে করেনা যে তুমি বিরাজমান শহরের প্রতিটি রাস্তায়, গলিতে, অন্ধকার রাস্তার কোন অস্ফুট বিলাপে। তুমি নেমে এসো শীতের রাতে কোন ভিখারীর গায়ে চাদরের ঊষ্ণতা হয়ে, অনাহারীর কাছে একমুঠো আলুসেদ্ধ-র সাথে ধোঁয়া উঠা একথালা ধবধবে সাদা ভাত হয়ে, নর-নারীর কাছে সত্যিকারে ভালোবাসা হয়ে। কোন ফাঁদে পড়া মেয়েকে তুমি দেখাও মুক্তির পথ। অনেক যন্ত্রনায় বিকৃত যে মানুষ আজ রাতে আত্মহত্যার কথা ভাবছে তাকে দেখিয়ে দাও পৃথিবী কতটা সুন্দর! তুমি নির্মল করো এই পৃথিবীর প্রতিটি মানুষ কে। তুমি সুন্দরকে আগলে রেখো শুদ্ধতম পবিত্রতায়।

দিকভ্রান্তকে তুমি দাও ধ্রুবতারার সন্ধান, নক্ষত্রের আলোর ঠিকানা। নেমে এসো ঈশ্বর পৃথিবীতে কারণ আমি তোমাকে ডাকছি এবং তুমি চাইতে যেন আমি তোমাকে ডাকি। আমার ডাকে সাড়া দাও নইলে হয়তো অনেক দেরী হয়ে যাবে; ক্রমবর্ধমান এই নশ্বর পৃথিবীতে হয়তো তোমার পবিত্র পা রাখার মতো পর্যাপ্ত শুদ্ধ জাইগা আমি দিতে পারবোনা! তাই এখুনি তোমাকে নামতে হবে, বাঁচাতে হবে তাদের যারা নষ্ট হতে ভয় পায়, যারা নষ্ট হয়েছে তাদের দিতে হবে তোমার স্পর্শের পরশমণি। তুমি আমার অর্ঘ্য নিও ভোরের শিশির ধোয়া কয়েকটি শেফালী ফুলে, একগুচ্ছ দূর্বাঘাসের ডগায় বন্দি হয়ে থাকা কয়েক বিন্দু সূর্য্যকণায়, আমার প্রার্থনায়; ভালোবাসায়…। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.