আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে....

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) জীবনটা মনে হচ্ছে একটা বৃত্তের মধ্যে আটকা পড়ে গিয়েছে। সকালে ক্লাসে যাওয়া, বাসায় ফিরে এই-সেই করা....প্রতিদিন মোটামুটি একই ধরনের কাজ।

মনটা একটু বৈচিত্র খুজছে। বার বার মনে হয় জীবন ধারাটা যদি একটু বদলাতো! কিন্তু আসলেই যে কি চাই নিজেও জানিনা। মাঝে মাঝে মনে হয় শূন্যের মাঝে ভাসছি। কোন চাওয়া পাওয়া নেই....! ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, তাই বলে এমনটি ভাবার কোন কারন নেই যে খুব ঘুরে বেড়াই। আমার জীবনে ঢাকার বাইরে নিজের গ্রাম ছাড়া তিনটি জায়গায় গিয়েছি।

দাখিল পরীক্ষার পর মাগুরা গিয়েছিলাম ছোট কাকার বাসায়। এক সপ্তাহ থেকেছিলাম। সেখানে যে বাইরে ঘোরাঘুরি করেছি এমনটি নয়। বাসায়-ই ছিলাম। ০৮ এ নীলফামারী গিয়েছিলাম।

সেখানে একটু ঘোরাঘুরি হয়েছে। আর ০৯ এ একদিনের জন্যে সিলেটের জাফলং। ব্যাস, এই হলো আমার ঘুরে বেড়ানো তালিকা! আগে মাঝে মাঝে মনে হতো, কিন্তু ইদানিং প্রায়-ই মনে হয় এমন একটা সুযোগ হতো জীবনে, যে সারা জীবন শুধু দেশে-বিদেশে ঘুরে বেড়াবো, আল্লাহ তায়ালার অপূর্ব সৃষ্টিগুলো দেখে বেড়াবো। কিন্তু কিভাবে হবে আমার এই ইচ্ছে পূরন। জানা নেই কোন পথ।

ইদানিং আরেকটি কথা মনে হয় যেটা শুনলে অনেকেই হয়ত ছি...ছি করবেন। কিন্তু আমার যে মনে হয়! তা হলো দেশে আর থাকবো না জীবনে যদি কখনও সুযোগ আসে প্রথম সুযোগেই দেশের বাইরে চলে যাবো। লিস্টের প্রথম পছন্দ হলো কানাডা। সেখানে নাকি বছরের প্রায় অনেকটা সময় ঠান্ডা থাকে। শীত যে আমার চরম পছন্দ...তাই...।

শীতে হি হি করে কাঁপলেও অতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে গরমে। মাঝে সাঝে যখন আম্মাকে বলি কানাডা চলে যাবো। আম্মা মুখ ঝামটা দিয়ে বলেন, "কানাডা যাইয়ো বয়রাডার সাথে"। মনে মনে বলি ঐটা হইলে ত ভালই হইসিলো, তাও ত দিবা না। ।

কারন আম্মা চান না তার ছেলে মেয়ে দেশের বাইরে যাক। কোন বাবা-মা ই হয়ত এটা চান না, তবে আমার বাবা-মাকে দেখি একটু বেশী-ই.... দেশেই যদি থাকতে হয় তবে এই ইট-পাথরের ঢাকার শহরে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই। স্বপ্ন দেখি মফস্বল কোন একটি শহরে থাকার, সেটা হতে পারে বাংলা দেশের যে কোন জায়গায় হতে পারে, আপত্তি নেই। হঠাৎ হঠাৎ একটি ব্যাপার মনে হয়, যদিও নিজের কাছেই হাস্যকর লাগে। সেটা হলো বিয়ের সময় কিছু শর্ত দিয়ে একটা চুক্তি পত্র বানাবো যে শর্ত গুলো মেনে ঐ পেপারে সাইন করতে রাজী হবে তাকেই করবো।

শর্ত গুলো এরকম; ১। দেশের বাইরে নিয়ে যেতে না পারলে দেশের যে কোন একটি মফস্বল শহরে থাকতে হবে। ২। বছরে অন্তত ৩/৪বার ঘুরতে নিয়ে যেতে হবে। আপাতত এই দুটোই.... ইদানিং আরেকটা ইচ্ছে খুব প্রবল হয়েছে, তা হলো একবার হলেও হজ করতে যাওয়া।

আর সেটা হলো ওমরাহ হজ্জ। ওমরাহ বলছি এই কারনে ফরজ হজ্জের সময় অনেক ভীড় হয়। আল্লাহর ঘর দেখবো,তাওয়াফ করবো। একটু ধীরে সুস্থে, সময় নিয়ে মন দিয়ে করবো। আমার মনে হয়েছে ফরজ হজ্জের সময় সেটা হয়ত সম্ভব নয়।

আর আমার ত আর ফরজ না, হজ্জ করার মতন মাল আমার নেই। তাই ওমরাহ টাই। কুরআনুলকারী নামক একটা চ্যানেল আছে সেখানে প্রায় সারাদিন কোরআন তেলাওয়াত করা হয় আর নামাজের সময় মসজিদে হারাম থেকে সরাসরি নামাজ দেখায়। ওটা দেখলে যে কি আফসোস হয়...কি আফসোস....আমি বলে বোঝাতে পারবো না। একটা পোষ্ট দিতে মন চাইছিলো কিন্তু মাথায় কোন টপিক নেই, কি আর করা তাই এলোমেলো কথাগুলোই পোষ্ট বলে চালিয়ে দিলাম-গছিয়ে দিলাম।

প্রিয় ব্লগারগন আশা করছি অতীতের মতনই নিজ নিজ গুনে ক্ষমা করবেন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।