আমাদের কথা খুঁজে নিন

   

জানাতে চাইঃ শাবিপ্রবিতে "ফিরে এসো বেহুলা" চলচ্চিত্রের প্রদর্শনী।

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল চলচ্চিত্র “ফিরে এসো বেহুলা” সদ্যপ্রয়াত অনন্য প্রতিভাবান শক্তিশালী অভিনেতা "হুমায়ুন ফরীদি" অভিনীত তাঁর জীবদ্দশায় মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র। সদ্যমুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রটি "চোখ ফিল্ম সোসাইটি "র আয়োজনে আগামী, ৬ ও ৭ ই মার্চ ( মঙ্গল ও বুধবার ), প্রতিদিন বিকেল ৩:৪৫ টা ও সন্ধ্যা ৬:০০ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর।

যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন মনিরুল ইসলাম, তৃষা বড়ুয়া ও তানিম নূর। গানের কথা, সুর এবং গানে কণ্ঠ দিয়েছেন অর্জুন ও আবিদা; সংগীতায়োজন করেছেন সাদ। অভিনয় করেছেন জয়া আহসান, ইন্তেখাব দিনার, হুমায়ুন ফরীদি, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ফিরে এসো বেহুলার শুটিং শুরু হয় ২০০৯ সালে, শেষ হয় ২০১০ সালে। এরপর গত বছর ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

এ চলচ্চিত্রের প্রেক্ষাপট বর্তমান সময়। সময়ের সঙ্গে নারী-পুরুষের সম্পর্কের মাঝেও পরিবর্তন আসে। এই সময়ের নারী-পুরুষের সম্পর্কের সঙ্গে প্রাচীন লোকগাথার যোগসূত্র স্থাপন করা হয়েছে। মৃত লখিন্দরকে নিয়ে বেহুলার যাত্রাকে বর্তমান সমাজ-বাস্তবতায় দেখানো হয়েছে। প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন নিঃসন্দেহে বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণে প্রতিভাবান নবীন চলচ্চিত্রকারদের অনুপ্রেরণা জোগাবে।

ফিরে এসো বেহুলা'র ট্রেইলার- ফেসবুক ইভেন্টঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।