আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে জানাতে চাই।

হেথা হতে যাও পুরাতনহেথা নতুন খেলা আরম্ভ হয়েছে।

পাখি যেমন সারাক্ষন শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকটা নাম ছাড়া অন্য কোন নাম মুখে আনেনা,অন্য কারো গান গায়না ঠিক তেমনি আমার মনটা ও সারাক্ষন শুধু তোমার ই নাম আর তোমার ই গান ছাড়া অন্যকারো নাম অথবা গান কোনোটাই করতে চায় না। মন চায় সারাদিন কাক নয়তো কোকিলের মত এক সুরে শুধু তোমাকেই ডাকি,আর সারারাত ব্র্ষার ডোবায় থাকা ব্যাঙের মত এক লয়ে শুধু তোমারি গান গাই। মনের কথাগুলো ইচ্ছে করেই মুখে আনি না,ভয় হয় অন্যের কানে সংস্পষ্র্ পেয়ে আমার ডাক, আমার গান শ্রী-হীন হয়ে পরে,তাই মনে মনেই ডাকি আর মনেই মনেই গাই। মাঝে মাঝে উদ্বেলিত হয়ে উঠি ,মনে হয় আমার ডাকে তুমি বোধোয় সাড়া দিলে ,আমার গানে তুমি বোধ হয় সুর মেলালে,আবার হতাশ ও হই কিন্তু হাল ছাড়তে চায় না কিছুতেই।সেই বোকা কাকের মত ,উন্মাতাল ব্যাঙের মত ,কখোনো কখোনো সুরেলা কোকিলের মত ,কখোনো রাতের ঝিঁ ঝিঁ পোকাঁর মত বিরামহীন সুরে শুধু তোমাকেই ডেকে চলি।হাসতে হাসতে কখোনো চেচিঁয়ে উঠি তোমার নাম ধরে ,তোমার স্মৃতিতে বিভোর হয়ে মাতাল হতে ছুটে বেড়াই সুর থেকে সুরে তাতেই এই পাগল সুখী হয়। আর তাই সেই লোক কথাটা যথাথ্র্ই মনে হয় "পাগলের সুখ মনে মনে"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.