আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল মেয়েরা যে ১০টা মিথ্যা বেশি বলে............

চারপাশটাতে ছড়িয়ে আছে অসাধারন সব কিছু আর এই সব কিছুর মাঝে আমি খুবই সাধারন একজন... জীবনে কমবেশি সবাই এই নারীজাতির সংস্পর্শে আসে। কিন্তু সমস্যা হল অনেকেই চিনতে ভুল করে আর তার মাসুল গুনে। তবুও জীবন এগিয়ে চলে। তবে কথা থেকে যায়। নিচের দশটা পয়েন্ট ফেসবুক থেকে পাওয়া।

১। আমি তোমাকে মিস করছি। ২। আমি মিথ্যা কথা বলিনি। ৩।

আমি এই প্রথম কোনো ছেলের সাথে কথা বলছি। ৪। আমি শপিং করতে তেমন পছন্দ করি না। ৫। তোমার কান্না আমার ভাল লাগে না।

৬। আমি ভালোবাসাকে বিশ্বাস করি না। ৭। আমি কিছুই জানি না। ৮।

সব ছেলে একই রকম হয়। ৯। আমি অন্য মেয়েদের মত নই। ১০। তুমিই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেমিক।

বোনাস হিসেবে আরেকটা...... ১১। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। প্রয়োজনে তোমার সাথে গাছের নিচে থাকব...... ১২। .এই শোন কালকে আমার জন্মদিন। আমার কিন্তু গিফট নেয়া একেবারেই পছন্দ না ১৩।

আমি তোমাকে ছাড়া বাচবো না ১৪। তুমি আমার চেয়ে যোগ্য কোনো মেয়েকে পাইবা না। বি. দ্র. শুধুমাত্র সেই সব ছেলেদের জন্য যারা এখন ও ডিজিটাল যুগের মেয়েদের চিনেন নাই......  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.