আমাদের কথা খুঁজে নিন

   

চিটাগং কিংস বাদ পড়ায় মিশ্র প্রতিক্রিয়া

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেমিফাইনালে চিটাগং কিংস খেলতে না পারায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বন্দরগরী চট্টগ্রামে। এ ধরনের পরস্পর বিরোধী ঘোষণা দেশের লাখ লাখ ক্রিকেট ভক্তকে হতাশ এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এমন অভিমত কিংস সমর্থকদের। সিদ্ধান্তটি হঠকারী, দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে দোষী বিপিএল কর্মকর্তাদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।

চিটাগাং কিংস’র স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী বাংলানিউজকে বলেছেন, ‘আগামীকাল (বুধবার) সকালে আমরা মামলা করব। মামলার ব্যাপারে সব কিছু চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে সংবাদ সম্মেলনে জাতির কাছে বিষয়টি তুলে ধরেছি। ’ বাংলাদেশের ক্রিকেটের জন্য বিষয়টি লজ্জার উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দলে বিদেশি ক্রিকেটার আছে। আজ সকালে দুজন ক্রিকেটার সেমিতে খেলার জন্য বিদেশ থেকে এসেছে।

তারা কি ভাববে?’ হঠকারী সিদ্ধান্তের জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি দাবি করেছেন কিংস সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। বিপিএল কর্তৃপক্ষ একদিন আগে বলেছে কিংস সেমিতে খেলবে। গভীর রাতে বলা হলো কিংস খেলবে না, বরিশাল সেমিতে খেলবে। আইন কি ঘণ্টায় ঘণ্টায় পাল্টায়? এ ধরনের অপরিপক্ব কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার, দর্শকসহ পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক।

’ শুধু কিংস সমর্থক গোষ্ঠী নয়, পুরো চট্টগ্রামবাসি ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ব্রাদার্স ইউনিয়ন, সিটি করপোরেশন একাদশসহ অনেক ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এ ধরনের নাটকীয়তা বিপিএল কর্তৃপক্ষের কাছে আশা করিনি। আগামীতে বিপিএল ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। ’ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহ-সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াসংগঠক সাহেদ আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘আমি চট্টগ্রামের লোক হিসেবে বিপিএলের নাটকীয় ঘোষণায় হতাশ।

কিংস সেমিতে খেলতে পারবে শুনে শুধু আমি নই সকল চট্টগ্রামবাসি দারুণ উৎফুল্ল হয়েছিল। পরে গভীর রাতে অপর এক সিদ্ধান্তে হতাশ হতে হয়েছে। বিপিএল কর্তৃপক্ষ একটি দলকে খুশি করে, আরেকটি দলের পায়ে কুঠার মারে। ’ তিনি আরও বলেন, ‘এ ধরনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের নেপথ্য কারণ হলো যারা আইন বোঝে না তারাই হিসাবের টেবিলে বসেছে। জাতির কাছে দুঃখ প্রকাশ করে তাদের পদত্যাগ করা উচিত।

’ সোমবার সন্ধ্যায় হেড-টু-হেড এগিয়ে থাকায় বরিশাল বার্নার্স নয় চিটাগং কিংস সেমিতে খেলবে ঘোষণা দেওয়া হয়। পরে গভীর রাতে সিদ্ধান্ত হয় কিংস নয় বার্নার্স সেমিতে খেলবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.